মনসারাম কর: শিশু এবং প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা ভেবে তৈরি হওয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল। বন-জঙ্গলে ভরে গিয়েছে কেন্দ্রের সামনের অংশ। সম্প্রতি ঘাটাল ব্লকের কোমরা গ্রামের স্ল্যুইসগেট সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, অধিকাংশ সময় এখানে খাবার থাকে না, আর খাবার শেষ হয়ে গেলেই দেখা মেলে না দিদিমণিরও। খাবার না পেয়ে খালি টিফিন হাতে নিয়েই ফিরে যেতে হয় শিশু ও মায়েদের। শুধু কোমরা গ্রামের নয়, ঘাটাল ব্লকের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল এরকমই।
বিষয়টি যে কর্তৃপক্ষের নজরে নেই, তাও নয়। ঘাটাল ব্লকের সুপারভাইজার নেই বলেই নাকি ওই সমস্যা, এমনই দাবি করলেন ওই ব্লকের এক সুপারভাইজার শঙ্করী মাজি। তিনি বলেন, ঘাটালের ১৪ জন সুপারভাইজারের মধ্যে আছে মাত্র দু’জন। আমার অধীনে ১২০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সব সেন্টার ঘুরে দেখা আমাদের দ্বারা সম্ভব হয় না। তবে খুব শীঘ্রই আমরা বিতর্কিত সেন্টারগুলিতে পরিদর্শনে যাব।
এই নিয়ে ঘাটালের চাইল্ড ডেভলপমেন্ট প্রজেক্ট অফিসার(সিডিপিও) শশীকান্ত রামটেক বলেন, অভিযোগ শুনেছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা দিদিমণিদের নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে। খাবার শেষ হয়ে গেলে পাশের কোনও সেন্টার থেকে খাবার নিয়ে সেন্টার চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কোমরা গ্রামের এক গৃহবধূ বলেন, মাঝে মাঝেই বেশ কিছুদিন ধরে এই সেন্টার বন্ধ থাকতে দেখা যায়, এখানে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই, দিদিমণিও সব দিন আসেন না, এখানে সেন্টারের নামে কোনও বোর্ড পর্যন্ত নেই।
প্রসঙ্গত কোমরা প্রামাণিক পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষেত্রেও বেশ কিছুদিন খাবার বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এখানকার বাসিন্দা সঞ্জয় রায়, শিশিরকুমার মণ্ডল, কার্তিক প্রামাণিক, পিন্টু চক্রবর্তী প্রমুখ বলেন, নিয়ম মেনে সেন্টার চলছে না, অনেকদিন খাবার দেওয়া বন্ধ ছিল। গ্রাম পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ প্রামাণিক বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটির সমস্যা রয়েছে। বার বার জানিয়েও কোনও ফল হয়নি।
ঘাটাল ব্লকের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ রয়েছে। সমস্যার কথা সুপারভাইজার, গ্রামপঞ্চায়েতে জানিয়েও কোনও ফল হয়নি বলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অভিযোগ।
Home এই মুহূর্তে দাবি/অভিযোগ ঘাটালে বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়মিত খুলছে না, সমস্যায় শিশু ও প্রসূতিরা