তাপস পোড়েল[অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, রাজনগর ইউনিয়ন হাইস্কুল, দাসপুর-১]:ঘাটাল-পাঁশকুড় রাস্তা সম্প্রসারণের কাজ চলছে অনেকদিন ধরেই। ৩৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার উভয়দিকে, পূর্ত দপ্তরের জায়গায় গড়ে ওঠা নির্মাণগুলি [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]সরিয়ে দেওয়া হয়েছে কাজ শুরুর সাথে সাথেই। রাস্তার পাশের নিচু অংশগুলি ভরাট করা হয়েছে। মাঝে শরদোৎসবের সময় কাজ বন্ধ থাকায় ঘাটালের ব্যস্ততম কলেজ মোড়ের অবস্থা বেশ জটিল হয়ে গিয়েছিল দীর্ঘদিন। যদিও অন্য কোনও কারণে নয়,বালির অভাবে কাজ থমকে গিয়েছিল বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। মূল রাস্তা ছাড়া পথচলতি মানুষের হাঁটার পরিসর ছিল না। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ একান্তভাবেই চাইছেন ঘাটাল কলেজ মোড়ের ব্যস্ততম অংশটির কাজ দ্রুত সম্পন্ন করা হোক পূর্ত দপ্তরের তরফে।
কলেজ মোড়ের রাস্তার পাশেই প্রগতি বাজারে বসে দৈনন্দিন বেচা-কেনার পসরা। আর বিকেলে বিভিন্ন ধরনের খাবারের স্টল। সর্বোপরি ১৬ মার্চ থেকে সমস্ত স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি চালু হয়েছে, খুলেছে বেসরকারি শিশু শিক্ষাঙ্গনও। রবীন্দ্রশতবার্ষিকী মহাবিদ্যালয় তো আছেই। সকাল সাড়ে ন’টা থেকে রাস্তার অনেকটা অংশেই থাকে টোটো,ট্রেকারের সারি। স্থানীয় বসন্তকুমারী গার্লস হাইস্কুল, বিদ্যাসাগর হাইস্কুল, সৎসঙ্গ শিক্ষা নিকেতন সহ শহরের বাইরের স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের হাঁটা বা সাইকেলে যাতায়াত নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা থাকে চরমে। গতবছর ৩১ ডিসেম্বর রাতে ওই ব্যস্ততম রাজ্য সড়কেই ঘটে গিয়েছিল মর্মান্তিক পথদুর্ঘটনা। এদিকে আগামী ৭ মার্চ,২০২২ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। হাতেগোনা এই ক’টা দিনের মধ্যে অন্তত কলেজ মোড় বাসস্টপ সংলগ্ন রোডের উভয়দিক সমতল করা হোক যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে মানুষজনের চলাচল স্বাভাবিক ছন্দ পায় এবং নিরাপদে বাসে, ট্রেকারে ওঠা-নামা করতে পারেন মানুষজন।
এবার পুজোর সময়, এমনকি শীতেও বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে আর নয়নজুলি বন্ধ থাকায় ১৬ নম্বর এবং ১৩ নম্বর ওয়ার্ডের অনেক বাড়িতে জল ঢুকেছে। কাজেই বিদ্যাসাগর সেতু থেকে শুরু করে কুশপাতা বাসস্টপ পর্যন্ত রাস্তা এবং জল নিকাশির কাজ কালবৈশাখী আসার আগেই সম্পূর্ণ করা হোক, নির্বাহী বাস্তুকারের(রাস্তা)কাছে এই অনুরোধ সবার।
Home এই মুহূর্তে দাবি/অভিযোগ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত সম্পূর্ণ করার আবেদন মানুষের