বাবলু সাঁতরা: রাত থেকে সকাল পর্যন্ত দলছুট দাঁতালের তাণ্ডব চন্দ্রকোনায়। হাতির তাণ্ডবে গুরুতর আহতও হয়েছেন ১ জন। ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে দলছুট দাঁতাল একটি হাতি গড়বেতার নামাশোল হয়ে ঢুকে পড়ে চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর পঞ্চায়েতের বালা হয়ে কুঞ্জবিহারীগঞ্জ, দিগারপাড়া এবং কুঁয়াপুরে। সকাল পর্যন্ত তাণ্ডব চালায় দলছুট ওই দাঁতালটি। ওইসব এলাকায় তাণ্ডব চালিয়ে বেশ কয়েক বিঘা আলু জমি, ধানের ডোল ভেঙে ধান ক্ষতি করে। এক পরিবারের একটি বাইক ভাঙ্গচুর করে। তারপর কু্ঁয়াপুর খাল পেরিয়ে আনন্দপুর থানার আসকান্দা হয়ে টুকুরিয়াপাট গ্রামে ঢুকেও তান্ডব চালায় ওই হাতিটি। বর্তমানে দলছুট হাতিটি আনন্দপুর থানারই বনকাটি হয়ে আমানপুরের দিকে চলে গেছে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে। চাষের সময় ভোর-ভোর হাতি ঢুকে পড়ায় হতচকিত হয়ে পড়ে একাধিক গ্রামের মানুষ ও চাষীরা। সকাল পর্যন্ত এলাকায় হাতি থাকায় তাকে দেখতেও ভিড় জমায় উৎসুক মানুষ জন। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, আর এতেই হাতির গতিপথে বাধা পেয়ে গ্রাম ছেড়ে বেরোতে পারেনি দলছুট ওই দাঁতালটি। সেজন্যই ক্ষয়ক্ষতির বহর আরও বেড়ে যায়। ওই হাতিটি আনন্দপুরের খড়িগেড়ার গীতা ঘোষ নামে এক মহিলাকে পিষে মেরে দিয়েছে বলে জানা গিয়েছে। •ভিডিও