ব্লক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভা অন্বেষণ

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অনুষ্ঠিত হল ব্লক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভা অন্বেষণ ২০২৫। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দাসপুর-১ ব্লকের বাসিন্দাদের জন্য ব্লক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভা অন্বেষণ ২০২৫ এর আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় বর্ষের আয়োজন ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। দু’দিন ধরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছিল তাদের পুরস্কৃত করা হয়েছে। ১ এর বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন, ২৩ ও ২৪ জানুয়ারি দু’দিন ধরে প্রতিযোগিতাগুলি করা হয়েছিল দাসপুর মিলন মঞ্চে। তিনটি বিভাগে যথাক্রমে শিশু, কিশোর ও সর্বসাধারণ বিভাগে সঙ্গীত, অঙ্কন, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, মডেল তৈরি প্রতিযোগিতা ছিল। এছাড়াও আন্ত বিদ্যালয় ক্যুইজ এবং গ্ৰামের মহিলাদের জন্য পিঠে পুলি প্রতিযোগিতা রাখা হয়েছিল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015