করোনা: বিশেষ স্যানিটাইজার আবিষ্কার ভারতীয় সেনাবাহিনীর

সুইটি রায়: বর্তমানে সারা বিশ্ব কোভিড ১৯ এর ভয়াবহতার শিকার। উন্নত থেকে উন্নয়নশীল দেশ কেউই এই ভাইরাসের করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারেনি। সারা পৃথিবীর প্রায় সমস্ত গবেষণাগারেই বিজ্ঞানীরা এখন করোনা থেকে মুক্তির পথ খুঁজতে তৎপর। এই সময়েই কোভিড ১৯ এর মোকাবিলায় ভারতের সেনাবাহিনীর গবেষণা সংস্থা ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন [ডিআরডিও] তৈরি করল এক বিশেষ যন্ত্র,যা নিমেষের মধ্যে স্যানিটাইজ করবে মানবশরীরকে। যন্ত্রটির নাম পার্সোনাল স্যানিটাইজেশন এনক্লোজার (পিএসই)। তাঁরা একধরনের বিশেষ মাস্ক ও তৈরি করেছেন যার নাম ফুল ফেসড্ মাস্ক (এফএফএম) এছাড়াও বিভিন্ন জায়গায় সহজে জীবাণুনাশক ছড়ানোর জন্য দু’টি আলাদা মাপের পোর্টেবল ট্যাঙ্ক তৈরি করেছে ডিআরডিও। যাঁরা প্রতিদিন কাজের জন্য বাইরে বেরোচ্ছেন যেমন ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতিদিন সঠিকভাবে স্যানিটাইজ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়, যা হয়ত সবসময় সম্ভব হচ্ছে না ফলস্বরূপ তাঁরাও সংক্রমিত হচ্ছেন। এই যন্ত্রের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে তাঁরা স্যানিটাইজ হতে পারবেন। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই যন্ত্রগুলিকে দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন শিল্প সহযোগীদের সাথে কথা বলে বেশি সংখ্যায় এই যন্ত্র তৈরি করার কাজও শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন করোনার প্রভাব কাটতে এখনো অনেকটা সময় লাগবে শুধু তাই নয় এই প্রভাব কাটার পরও খুব সহজে দেশবাসী এর আতংক থেকে মুক্ত হতে পারবে না। তাই বিভিন্ন জনসমাগমের সম্ভাবনাযুক্ত স্থানে যেমন হাসপাতাল, ডাক্তারখানা,পুলিশ স্টেশন, শপিং কমপ্লেক্স,রেলস্টেশন এর মতো জায়গাতে এই যন্ত্র ব্যবহার করা যেতে পারে। [♦সমস্ত তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।