আজ ২০ ডিসেম্বর সাগরপুর স্যার আশুতোষ হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হল। আর সেই পরীক্ষার ফল প্রকাশের পরই পড়ুয়াদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেওয়া হয়। পড়ুয়ারা পরীক্ষার ফলের সঙ্গে গাছও বাড়ি নিয়ে যায়। দাসপুর-১ ব্লকের ওই স্কুলের এই বিশেষ দিনে গাছের চারা বিতরণ নিঃসন্দেহে বিশেষ বার্তা বহন করে।
ওই স্কুলের প্রধান শিক্ষক মানসকুমার মান্না এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি জিতেন্দ্রনাথ হাইত বলেন, পরিবেশ রক্ষার জন্য পড়ুয়ারা নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছ নিজে পরিচর্যা করতে শিখবে সেই প্রত্যাশা নিয়েই আমরা এদিন গাছ বিতরণ করি।
এদিন প্রায় ৭০০ চারাগাছ বিতরণ করা হয়েছিল। দাসপুর পঞ্চায়েত সমিতি আমাদের চারাগাছগুলি দিয়ে সহযোগিতা করেছে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।