তৃপ্তি পাল কর্মকার: দীর্ঘ ১৬-১৭ বছর পর রাণীচক পর্যন্ত রাস্তা পিচ হচ্ছে। এত দিন অর্ধ সমাপ্ত হয়ে থাকার পর আজ ৯ জুলাই থেকে ওই রাস্তাটির পিচের কাজ শুরু হল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, ঘাটাল-রাণীচক রাস্তা ২০০৩ সাল নাগা পিচ হতে শুরু করে। কিন্তু বামফ্রন্টের আমলে ৭ কিলোমিটার পিচ হওয়ার পর বাকি রাস্তাটা মোরামই থেকে গিয়েছিল। আমরা অনেক জটিলতা কাটিয়ে সেটি আবার পিচে পরিণত করার উদ্যোগ নিয়েছি। সেই সঙ্গে ঘাটাল থেকে পুরো রাস্তাটি সংস্কারের কাজও শুরু করা হয়েছে। জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভেন্দু পাল বলেন, মোট দুটি পর্যায়ে ওই রাস্তাটির জন্য টাকা মঞ্জুর করা হয়েছে। ঘাটাল থেকে মনোহরপুর পর্যন্ত ওই রাস্তাটির চার কিলোমিটার পুরানো পিচ রাস্তা সংস্কারের জন্য ৫৮লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে কলাগেছিয়া থেকে রাণীচক পর্যন্ত প্রায় সাড়ে ছ’কিলোমিটার রাস্তার মধ্যে কিছুটা পুরানো পিচ রাস্তা রয়েছে। কিছুটা মোরাম রয়েছে যেটাকে পিচে উন্নীত করা হচ্ছে। পুরানো পিচ রাস্তা সংস্কার এবং নতুন পিচ রাস্তা তৈরির জন্য মোট তিন কোটি ৫৮লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।