গ্যাস থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড দাসপুরে, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রান্না করতে গিয়ে হঠাৎ করে গ্যাস ওভেনে আগুন, সেই আগুনের লেলিহান শিখায় পুড়ল রান্না ঘরের একাধিক জিনিসপত্র। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দাসপুর থানার গৌরা এলাকায়। জানা গিয়েছে , আজ মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ওই বাড়ির গৃহকর্তা কালিপদ অধিকারী রান্নার সময় গ্যাসের ওভেনে লাইটার জ্বালতেই ওভেনের নিচের অংশ জ্বলতে থাকে এবং দাউ দাউ করে জ্বলে উঠে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে বাড়ির সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করলে তা আয়ত্তে আনা সম্ভব হয়নি। পরে চিৎকার করে প্রতিবেশীদের ডাকলে তারা ছুটে এসে জ্বলন্ত গ্যাসের ওভেনটিকে কম্বল, লেপ, কাঁথা ও বালি দিয়ে নেভানোর চেষ্টা করেন। কিন্তু তা আয়ত্তে না আসায় কোনও এক পরিচিত ব্যক্তির বাড়ি থেকে সিস ফায়ার নিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয় তারা। কিন্তু বেশ কিছু সময়ের ব্যবধানে আগুন জ্বলতে থাকায় বাড়ির কিছু সামগ্রী পুড়ে নষ্ঠ হয়ে যায়।ইতিমধ্যে বিষয়টি নিয়ে দাসপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগে বিষয়টা জানায়। তবে দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে ওই গ্যাস ওভেনের পাইপের নিচের অংশ সম্ভবত লিক থাকায় অগ্নি সংযোগের ফলে ঘটনাটি ঘটে থাকতে পারে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/