দাসপুর রাধাকান্তপুর হাটতলার এবারের দুর্গোৎসব ৫৪ বছরে পা দিল। এবারের পুজো কমিটির সম্পাদক গণেশ বেরা জানালেন,এবারে তাঁদের পুজোর থিম সৈকতে ভাসমান সুদৃশ্য নৌকা। পুজোর বরাদ্দকৃত অর্থ ১০ লক্ষটাকা। পঞ্চমীতে গোটা গ্রাম প্রদক্ষিণ করে পুজোর শুভ উদ্বোধন হবে। পুজোর দিনগুলি নানা অনুষ্ঠানের মধ্যে থাকবে দুঃস্থদের জন্য থাকবে বস্ত্র। পুজোর ক’দিন এলাকাবাসী নিজেদের মধ্যে থাকা সব ধরনের ভেদাভেদ ভুলে মণ্ডপ মাতিয়ে রাখেন বলে জানালেন ওই পুজোকমিটির অন্যান্য সদস্যরা।
পথনির্দেশঃ https://maps.google.com/?cid=2855591798543384009