নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে ঘাটাল শহরের দুঃস্থ ও পথ শিশুদের পুজোর পোশাক দিয়ে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন কয়েক জন কলেজ পড়ুয়া। ওই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন শহরের বিভিন্ন স্তরের বাসিন্দারা। উদ্যোক্তাদের মধ্যে অতনু বিশ্বাস, দেবস্মিতা মাইতি, নেহা মান্না, দেবাশিস চক্রবর্তী, শুভম নন্দী, সুহিত লাল প্রমুখ।