মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ: গ্রামের মানুষদের যোগব্যায়াম [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সম্বন্ধে সচেতন করার লক্ষ্যে আজ ২১ জুন ৮ তম বিশ্ব যোগ দিবসে নেহেরু যুবকেন্দ্রের পক্ষ থেকে সারা জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। নেহেরু যুবকেন্দ্রের সদস্য ক্লাবগুলিতে গুরুত্বসহকারে বিশ্ব যোগদিবস পালিত হয়। আজ নেহেরু যুব কেন্দ্রের দুই ভলান্টিয়ার অনুশ্রী ঘোষ এবং গোপাল বেরা নিজে উপস্থিত হয়ে চন্দ্রকোণা-২ ব্লকের বান্দিপুরের সীমান্তকোলে গ্ৰামে যোগদিবস পালন করেন। অনুশ্রী আজকের দিন সম্বন্ধে বলেন, গ্ৰামগঞ্জের দিকের অনেক মানুষই সকালে ঘুম থেকে উঠে নানা ধরনের যোগ ব্যায়াম করে থাকেন। কারণ তাঁরা জানেন কোন যোগ ব্যায়ামের কী কী উপকারিতা রয়েছে। আবার অনেকেই ডাক্তারের পরামর্শেও যোগ ব্যায়াম করে থাকেন। তবে এখনও এমন অনেকেই আছেন যাঁরা যোগ ব্যায়াম সম্পর্কে জানেন না বা এর উপকারিতা সম্পর্কেও অবগত নন। তাই তাঁদের যাতে এই যোগ ব্যায়ামের আওতায় আনা যায় সেজন্যই আজ বিশ্ব যোগ দিবসের দিনটিকে আমরা বেছে নিয়েছি। আশাকরি এই অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা যোগ ব্যায়াম সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন এবং প্রত্যেকেই করার চেষ্টা করবেন। অন্যদিকে দাসপুর-১ ব্লকের লঙ্কাগড় কমিউনিটি হলে নেহেরু যুবকেন্দ্রের সহযোগিতায় এবং চককুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের ব্যবস্থাপনায় যোগ দিবসের আয়োজন করা হয়েছিল। নেহেরু যুবকেন্দ্রের জেলা যুব অফিসার সাথী রায় ও দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ১৫০ জন যুবক-যুবতী ও মহিলারা উপস্থিত হয়েছিলেন আজকের যোগ দিবসের অনুষ্ঠানে।
এছাড়াও আজ ঘাটাল মহকুমার বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এনসিসি, এনএসএস ও শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল কলেজের অধ্যক্ষ ড. মন্টুকুমার দাস সহ অন্যান্য অতিথিরা। প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে যোগ দিবস পালিত হয়। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয় ও ঘাটাল ন্যাশানাল বয়েজ ক্লাবের মিলিত উদ্যোগে ঘাটাল ১৪ র পল্লী কোন্নগরে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। দাসপুরের বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠের অধ্যক্ষ সুবাস ত্রিপাঠী এমনই বার্তা দিয়ে দিলেন যোগ দিবসে। পালিত হল বিশ্ব যোগ দিবস। মঠের দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পাশাপাশি বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারাও যোগ ব্যায়ামে অংশ নেন। মঠের এই বিশেষ যোগ প্রশিক্ষণে সহায়তা করে রামধনু যোগা নামে এক সংস্থা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ও আয়ুষ বিভাগের উদ্যোগে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও আয়ুষ বিভাগের ব্যবস্থাপনায় অষ্টমতম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল নিশ্চিন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সোনামুই নর্থ পয়েন্ট ডে স্কুলের পক্ষ থেকেও বিশ্ব যোগদিবস পালন করা হয়। বিশ্ব যোগ দিবসে ঘাটালের কোমরা যোগ কেন্দ্র বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করে। ঘাটাল গভর্মেন্ট পলিটেকনিক কলেজের পক্ষ থেকে কলেজ চত্বরে দীর্ঘ ক্ষণ যোগ ব্যায়ামের নিয়ে আলোচনা ও যোগাসন প্রদর্শিত হয়।