তৃপ্তি পাল কর্মকার: ২০২১ সালে ঘাটালে বিদ্যাসাগর স্কুলের খেলার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মাঠে বিজয়া সম্মিলনীতে তৃণমূল নেতা অজিত মাইতি, মানসরঞ্জন ভুঁইয়া, দীপক অধিকারীর উপস্থিতিতে ইড়পাড়া গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় ৪৫০ বিজেপি কর্মী তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন। সেই সমস্ত কর্মীদের অভিযোগ, বিগত এক বছর ধরে তাঁদের দলীয় কাজে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ইড়পালা গ্রামপঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী একলব্য রক্ষিত বলেন, দলের ব্লক সভাপতি দিলীপ মাজি, দুই কর্মাধ্যক্ষ বিকাশ কর এবং হাবিবুর রহমানরা কলকাঠি নেড়ে আমাদেরকে কোণঠাসা করে রেখেছেন। আজকের বিজয়া সম্মিলনীতেও আমাদের কাউকে আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। এই ভাবে চলতে থাকলে আমরা ফের বিজেপিতে যোগদান করতে বাধ্য হব। এনিয়ে দিলীপ মাজি বলেন, অভিযোগটি পুরো ভিত্তিহীন। যাঁরা গত বছর তৃণমূলে যোগদান করেছিলেন তাঁরা প্রত্যেকেই আমাদের দলের হয়েই কাজ করছেন। কিন্তু সুকুমার ঘোষ এবং তাপস দত্ত নামে দুই ব্যক্তি যখন বিজেপি করতেন তখন তাদের নেতৃত্বে ইড়পালায় ৪২ জন তৃণমূল কর্মীর বাড়ি ভাঙা হয়েছিল। সেই বাড়ি এখনও করে দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে ওই দুই ব্যক্তি তৃণমূলে যোগদান করলেও দলের বেশির ভাগ কর্মী ও নেতা তাই ওই সুকুমার ঘোষ ও তাপস দত্তের সঙ্গে রাজনৈতিক কাজ কর্ম করতে চাইছেন না। সেজন্য বর্তমানে তাপস দত্ত ও সুকুমার ঘোষ এবং তাদের ঘনিষ্ঠ ১৫-১৬জনের সঙ্গে এলাকার তৃণমূল কর্মীরা কোনও যোগাযোগ রাখার বিষয়ে তীব্র বিরোধিতা করছেন বলে খোঁজ নিয়েছি। বাড়ি ভাঙার কথা ভেবে তাঁদের বিরোধিতা করাটাই স্বাভাবিক। দিলীপবাবু বলেন, তবে গ্রামপঞ্চায়েত স্তরের বিজয়া সম্মিলনীতে কাদেরকে আমন্ত্রণ জানানো হল, কাদেরকে জানানো হল না সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তাপস দত্ত ও সুকুমার ঘোষ ছাড়া আর কারোর যদি ক্ষোভ থেকে থাকে আমি তাদের বুকে টেনে নেব।তাদের সঙ্গে যে কোনও মুহূর্তে আলোচনায় বসতে রাজি রয়েছি।
Home এই মুহূর্তে ব্রেকিং তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতির আচরণে ক্ষুব্ধ হয়ে ৪৫০ তৃণমূল কর্মী ফের বিজেপিতে...