চন্দ্রকোণায় বিশালাকার চন্দ্রবোড়া সাপ উদ্ধার

অরুণাভ বেরা: জব কার্ডের ১০০ দিনের কাজ চলছিল। হঠাৎই বেরিয়ে এল দুটি চন্দ্রবোড়া সাপ। বিশাল সাপ দুটি দেখে দেখে আঁতকে ওঠেন মানুষজন। হইচই শুরু হয়। [•সাপ ধরার আকর্ষণীয় ভিডিও] খবর যায় বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমে। টিমের সদস্যরা সাপ দুটিকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে আজ ৪ নভেম্বর চন্দ্রকোনা ব্লকের সাঁতি তেতুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুপারভাইজার উত্তম ঘটক বন দপ্তরে খবর দেন। রিকভারি টিমের পক্ষে মলয় ঘোষ জানান, চন্দ্রবোড়া সাপ দুটির লম্বা প্রায় ৫ ফুট এবং ওজন ১৪ কেজি। সাপ দুটিকে কে উদ্ধার করার পর তাদের গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে মলয় বাবু জানান।
ইদানিং মহাকুমার বিভিন্ন এলাকায় সাপ বা অন্য বন্য প্রাণী দেখা গেলে এলাকার মানুষ বনদপ্তর এ খবর দিচ্ছেন। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে এই বিষয়ে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com