সুব্রত পাত্র ও মৃণালকান্তি জানা: ২ রা জুলাই রবিবারের সকালে সামাট গ্রামে কয়েকশো বছরের প্রাচীন শিব শিতলা ও কালী মন্দিরের যে পীঠস্থান তার পাশেই কাঁসাই নদীর মাঝেই দক্ষিণে নদীর যে অংশ কালীর দ নামে পরিচিত সেই অংশেই স্নানে নেমে গ্রামবাসীদের নজরে আসে যে প্রাচীন কাঠ। শতাধিক মানুষের চেষ্টায় বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ ওই বিশেষ কাঠটিকে নদী থেকে শিব মন্দির সংলগ্ন এলাকায় তোলা সম্ভব হয়। সেই বিশেষ কাঠটি আজ ১লা আগস্ট সামাটের ওই শিব শীতলা মন্দিরের সামনে প্রতিষ্ঠা করা হল। পাশাপাশি গ্রামের কয়েক হাজার শিব ভক্ত মন্দির থেকে প্রায় ২ কিলোমিটার দূর থেকে যোগেশ্বর মন্দিরেএ সামনে কাঁসাই নদীর ঘাটা থেকে জল এনে এই কাঠ এবং গ্রামের শিব মন্দিরের শিব লিঙ্গে জল ঢাললেন। সকাল প্রায় ১১ টা থেকে এই জল ঢালা উৎসব শুরু হলেও বিকেল প্রায় ৪ টা পর্যন্ত চলে জল ঢালা। গ্রামবাসীরা জানাচ্ছেন সাধারণ মানুষের দর্শনের জন্য এই বিশেষ দৈব কাঠ মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠা থাকছে।প্রায় ৩ থেকে ৪ শ বছরের পুরাতন প্রায় ১৬ ফুট দীর্ঘ এই কাঠ নিয়ে অনেকের ধারণা ছিল এই কাঠ চড়ক কাঠ। তবে ওই মন্দির কমিটির তরফে কাঠটিকে শবের অংশ বা শিব লিঙ্গ ধরেই সাজানো হয়েছে।