দাসপুরে কাঁসাই থেকে বালি কাটা বন্ধ আছে,এলাকা ঘুরে দেখলেন প্রতিনিধিদল

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরে কাঁসাই(Kansai) থেকে বালি কাটা বন্ধ আছে, এলাকা ঘুরে দেখলেন প্রতিনিধি দল অবৈজ্ঞানিক(unscientific) ভাবে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] লাগাতার নদী থেকে মেশিন দিয়ে বালি তোলার জেরে নদী হারাচ্ছে স্বাভাবিক গতি। গতি পথের পরিবর্তন হচ্ছে আর তার জেরে নদীর দুই পাড়ে এক সাথে শুরু হয়েছে ভাঙন। আর এই লাগাতার বালি কাটা বন্ধ না হলে বড়সড় প্রাকৃতিক দুর্যোগ একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দাবি তুলেছিলেন দাসপুরের রামদাসপুরের(Ramdaspur) বাসিন্দারা। তারা প্রশাসনের(Administration) কাছে আবেদন রেখেছিলেন উচ্চ পর্যায়ের তদন্তের, পাশাপাশি বালি কাটা বন্ধ রাখার। এলাকার মানুষের আবেদনে সাড়া দিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আপতত রামদাসপুরে বালি কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। আজ মঙ্গলবার বিকেলে  ঘাটালের মহকুমাশাসক(SDO) সুমন বিশ্বাস এর নির্দেশে ওই রামদাসপুর এলাকার কাঁসাই নদী ও তার বাঁধ ঘুরে দেখলেন মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল। যে দলে ছিলেন এসডিও ইরিগেশন(Irrigation) ঘাটাল পাশাপাশি দাসপুর ১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক(BL & LRO)। জানা গিয়েছে, ওই প্রতিনিধি দল এলাকা পরিদর্শনের পাশাপাশি এদিন গ্রামবাসী এবং বরাত পাওয়া ঠিকাদার সংস্থার প্রতিনিধিদের সাথেও কথা বলেন। দাসপুর ১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কৌশিক সামন্ত জানান, এলাকা তাঁরা ঘুরে দেখলেন। নদীর ভাঙন বা বাঁধের অবস্থার রিপোর্ট(Report) তাঁরা দপ্তরে জানাচ্ছেন। পাশাপাশি তিনি এও জানান গ্রামবাসীদের সাথে আলোচনা করেছেন। আপাতত নদী গর্ভে ওই এলাকায় যেখানে বালির স্টক পয়েন্ট রয়েছে পাশাপাশি যে জায়গাগুলি থেকে বালি তুললে নদী বাঁধ বা নদীর কোনও ক্ষতি হবে না সেই জায়গাগুলি থেকে বালি তোলা যেতে পারে। তবে গ্রামের বাসিন্দারা স্পষ্ট জানিয়েছেন নদী থেকে বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃতির ক্ষতি না করে বালি তোলায় তাঁদের কোনও আপত্তি নেই। তবে এই বালি তোলার জেরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাঁসাই নদীর বাঁধ ও নদীর ভাঙন ত্বরান্বিত হচ্ছে কিনা সে নিয়ে নজর রাখতে হবে প্রশাসনকে। মনে রাখতে হবে ওই বাঁধ ভাঙলে হাজার হাজার মানুষ গৃহহারা হবে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।