ঘাটাল শহর ও ঘাটাল ব্লকে লকডাউনের নির্দেশাবলী

ঘাটাল মহকুমা প্রশাসনের নির্দেশ ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রতিরোধে তথা গোষ্ঠী সংক্রমণ প্রতিহত করতে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে (১) ঘাটাল শহরের  (২) ঘাটাল ব্লকের নিম্ন বর্ণিত এলাকাগুলির বৃহত্তর গণ্ডিবদ্ধ এলাকায় সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হয়েছে
১. ঘাটাল শহরে: কুশপাতা বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, পুরানো এলআইসি মোড়, পোস্ট অফিস চক, দেওয়ানী কোর্ট মোড় , রানিচক মোড় হয়ে আবির্ভাব লজ পর্যন্ত এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ভারতী সিনেমা, নিউ মার্কেট থেকে ইলেকট্রিক অফিস, রথ তলা মোড়, কুঠি বাজার, পৌরসভা মোড় হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত এলাকায় এই লকডাউন কার্যকর থাকবে।
২. ঘাটাল ব্লকে: বরদা চৌকান বাজার, জলসরা বাজার, বীরসিংহ মোড়, রাধানগর বাজার, বাঘাগেড়িয়া মোড় থেকে চকলছিপুর মোড়, কুঠীঘাট বাজার এবং ঘোলসাই বাজার, সমগ্র মনসুকা বাজার ও মনোহরপুর বাজার এবং সংলগ্ন এলাকায় এই লকডাউন কার্যকর থাকবে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, বাজার সকাল ৬টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং সবজি বাজার, মাছ বাজার সকাল ৬টা থেকে বেলা ১১ টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর একটার পর থেকে জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের দোকান বাজার বন্ধ থাকবে। আগামী ৩১শে জুলাই,২০২০ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
দোকান বাজারে বা বাড়ির বাইরে বেরোনোর সময় স্বাস্থ্য বিধি অনুযায়ী আপনারা অবশ্যই সঠিক ভাবে নাক মুখ ঢেকে বা মুখে মাস্ক লাগিয়ে আসুন। জনবহুল এলাকায় সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব বজায় রাখুন। কেউ যেখানে সেখানে থুতু বা পানের পিক ফেলবেন না ।এই ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ। বৃহত্তর গণ্ডিবদ্ধ এলাকায় যেকোনো ধরনের জমায়েত পুরোপুরি নিষিদ্ধ।
লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে ব্যক্তি নাক মুখ না ঢেকে বা মাস্ক না পরে জনবহুল স্থানে ঘোরাঘুরি করবেন বা যেখানে সেখানে থুথু ফেলবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।   বিশেষভাবে উল্লেখ করা যায় যে, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সাপ্তাহিক পূর্ণাঙ্গ লক ডাউনের দিনগুলিতে অতি জরুরি পরিষেবা ছাড়া অন্য সকল দোকান, বাজার হাট ও গণপরিবহণ বন্ধ থাকবে। সর্বত্র পূর্ণাঙ্গ ও কঠোর লক ডাউন কার্যকর থাকবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!