হিরণ্ময় পোড়া: ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরে বড়সড় পথ দুর্ঘটনার কবলে এক মাল বোঝাই লরি। শুক্রবার সন্ধ্যেবেলা লরিটি ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে পাঁশকুড়ার দিকে যাবার সময় দাসপর থানার দাসপুর পীরতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এর জেরে কয়েকটি বিদ্যুতের তার ছিঁড়েছে।
চালক ও খালাসীকে উদ্ধার করেছে স্থানীয়রা। এর জেরে দুর্ঘটনাগ্রস্থ এলাকার কয়েকটি বাড়ি বিদ্যুৎহীন বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










