কাজলকান্তি কর্মকার: সম্বোধনের ভাষা কী হওয়া উচিৎ? সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে নানান প্রয়োজনে আমাদের সবাইকেই কথা বলতে হয়। আর সেই কথা বলার সময় বড়দের নাম ধরে ডাকা যায় না। কিছু না কিছু সম্বোধন করাটাই সৌজন্যতা বা ভদ্রতার প্রথম ধাপ। কিন্তু অনেক ক্ষেত্রেই অপরিচিতদের সম্বোধন করতে গিয়ে আমাদের মধ্যে অনেকেই এমন কিছু বলে তাঁদের সম্বোধন করি যেটা তাদের কাছে মোটেই শ্রুতি মধুর লাগে না। বরং বিরক্তি বা অস্বস্তির কারণ হয়ে উঠে। যেহেতু সেই অপরিচিত বা অর্ধ পরিচিতদের সঙ্গে বেশিক্ষণ কাটাতে হয় না তাই বিরক্তি বা অস্বস্তি কর শব্দে সম্বোধন করলেও অনেক ক্ষেত্রে তার প্রতিবাদ হয় না। আজ মাতৃভাষা দিবসে সেই সম্বোধন নিয়ে কয়েকটি কথা জানাতে ইচ্ছে করছে তাই লিখে ফেললাম।
আমাদের প্রত্যেককেই কয়েকটি পরিবৃত্তের মধ্যে জীবন কাটাতে হয়। •পরিবার •আত্মীয় •পাড়া প্রতিবেশী •কর্মস্থল এবং •রাস্তাঘাট। আমরা পরিবার, আত্মীয়দের বিশেষ বিশেষ সম্পর্কের নিরিখে সম্বোধন করি। কাউকে দাদা, বউদি, মাসি, পিসি, কাকু, জেঠু, মেসো, দাদু, ভাই, বোন—এই সব বলে সম্বোধন করি। যে এলাকায় আমরা বসবাস করি সেই পাড়ার বাসিন্দাদের তথা প্রতিবেশীদেরও বাবা-কাকা-জেঠা-দাদুদের সূত্র ধরে তাঁদেরও ব্যক্তি বিশেষে দাদা,কাকা, জেঠু, দাদু, ঠাকুমা, দিদি, পিসি বলে ডাকি। এটাই স্বাভাবিক।
কর্মস্থলে বা রাস্তাঘাটে কাউকে সম্বোধন করতে হলে নিয়ম মেনে করতে হয়। সাধারণত কর্মস্থলে স্যার, বাবু, ম্যাডাম, দিদিমণি দিয়ে ক্ষেত্র বিশেষে সম্বোধন করাই রীতি।
আর রাস্তা-ঘাটে, দোকান-বাজারে অপরিচিতদেরও কিন্তু বিশেষ সম্বোধন দিয়ে কথা বলা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে আজকের প্রজন্মের ছেলে-মেয়েরা সম্বোধনের ক্ষেত্রে ভুল প্রয়োগ করে থাকেন। অপরিচিত পুরুষদের ক্ষেত্রে দাদা, স্যার ও বাবু এবং মহিলাদের ক্ষেত্রে দিদি, ম্যাডাম বলে সম্বোধন করাই উচিত। ক্ষেত্র বিশেষে খুব বয়স্ক হলে দাদু বা ঠাকুমা বলা যেতে পারে। তবে দাদু-ঠাকুমা না বলে দাদা বা দিদি বললেও ভদ্রতার কোনও ঘাটতি হয় না। কিন্তু কখনই কোনও অপরিচিতকে, কাকু, জেঠু, মাসি, জেঠাইমা বলে সম্বোধন একেবারেই শোভনীয় নয়। অনেক ক্ষেত্রে এই ধরনের সম্বোধন ব্যঙ্গার্থেও শোনায়। অনেকে জেঠু-কাকু, কাকিমা-জেঠিমা-মাসিমা বলে সম্বোধন করলে বিরক্তবোধও করেন। মুখে এর প্রতিবাদ না করলেও মনে-মনে সেই ব্যক্তিকে অভদ্র বলেন, এ নিয়ে অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে খুব ছোটরা মানে কিশোর-কিশোরী বয়স পর্যন্ত ছেলে-মেয়েরা বড়দের কাকু, আঙ্কেল, আন্টি বললে অস্বস্তি লাগে না। একই ভাবে বয়সে ছোট হলে তাদের ভাই বা বোন বলে সম্বোধন করা উচিত, নাম জানা থাকলে নাম ধরে ডাকা যেতে পারে।
আর এক শ্রেণির ঔদ্ধত্যপূর্ণ ছেলেমেয়েদের মুখে ব্যঙ্গার্থের ডাক হল ‘কা-কা- আ-আ-আ..’। এই ডাক তারা ব্যঙ্গ করার জন্যে যাকে-তাকেই ডাকে। এই সম্বোধন অসম্মানেরই নামান্তর। আসলে আচরণ কার কেমন হবে সেই দায় তার নিজস্ব হলেও পরিবারেও খানিকটা দায় থেকে যায়।[•প্রতিবেদক ‘বর্তমান’ পত্রিকার সাংবাদিক]
Home এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন অপরিচিতদের ‘কাকু-কাকিমা, জেঠু-জেঠিমা, মাসি-মেসো’ বলে সম্বোধন করাটা ঠিক নয়