ঘাটাল মহকুমা জুড়ে প্রতি বছর ঘুনি বা মাছ ধরার জালে সাপ জড়িয়ে পড়ার ঘটনা বহু। আর এর পর সেই নিরুপায় অসহায় বন্যপ্রাণীটির মৃত্যুই হয় শেষ পরিণতি, সে জাল বা ঘুনির মালিকের লাঠির আঘাতেই হোক বা জালে ক্রমশ জড়িয়ে জালের ফাঁসে শ্বাস আটকে।
কিন্তু আমরা টিম স্থানীয় সংবাদ লাগাতার ঘাটালবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করি,সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের অন্যতম সদস্য। তাই সাপ দেখলে তাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আর আজ আমাদের সেই প্রচার অনেকাংশেই সফল। এখন এলাকাবাসীর জালে,ঘুনিতে বা বাড়ির মধ্যে বিষধর সাপ দেখা দিলে তাঁরা তাকে না মেরে সাথে সাথে বনদপ্তরে জানান। বনদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের দ্বারা সাপগুলি উদ্ধার হয়।
আজ ৪ঠা নভেম্বর সোমবারের সকালে দাসপুর থানার হরিরামপুর পশ্চিম পাড়ায় এক সবেদা গাছে আটকানো জালের মধ্যে জড়িয়ে পড়ে এক বিশালাকার সাদা গোখুরা সাপ। সচেতন গ্রামবাসী সত্বর বনদপ্তরের কর্মীদের জানালে তাঁরা এসে জালে আটকে পড়া সাপটিকে নিপুনতার সাথে জাল কেটে উদ্ধার করেন। এই সাপ এবং তাকে উদ্ধার দেখতে বহু মানুষ জড়ো হয়।
সাপটি জালের মধ্যে আটকা পড়ে পালাতে পারছিল না। গ্রামবাসীরা চাইলেই এক ঘায়ে সাপটাকে মেরে পুড়িয়ে ফেলতে পারতেন। কিন্তু তাঁরা যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়ে বনদপ্তরে খবর দিলে সাপটি তার জীবন ফিরিয়ে পায়। এখানেই টিম স্থানীয় সংবাদের জয়। আমরা সাপ উদ্ধারের খবর লাগাতার দিতে থাকি,আমাদের উদ্দ্যেশ্য শুধুমাত্র মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো,যা আজ কিছুটা হলেও সফল।