শুভম চক্রবর্তী: করোনার প্রভাবে আর লকডাউনের জেরে যে সমস্ত ব্যবসা বা শিল্প আজ প্রশ্নের মুখে তাদের মধ্যে অন্যতম হলো প্রতিমা শিল্প। অন্যান্য বছর জন্মাষ্টমীর দিন থেকেই শুরু হয়ে যায় শারদীয়ার পুজোপ্রস্তুতি, আজকের দিনেই প্রতিমা গড়ার মাটি তোলার রীতি চালু আছে। কিন্তু এ ছর যেন সব কিছুই প্রায় ম্রিয়মাণ।বেশ কিছু ছোটখাটো পুজো কমিটির এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তারা এইবছর পুজো করবেন কিনা আর যে ক’টি বড় বাজেটের পুজো কমিটির কর্মকর্তারা রয়েছেন তারাও কাটছাঁট করেছেন বাজেটে। যার প্রভাব পড়েছে প্রতিমা শিল্পে চরম ভাবে। তেমনভাবে বায়না হয়নি দুর্গাপ্রতিমার।সামনে বিশ্বকর্মা পুজো কিন্তু অধিকাংশ পুরনো খদ্দেরই প্রতিমা গড়ায় আগ্রহ দেখাচ্ছেন না।ফলে চিন্তার ভাঁজ ক্রমশ গাঢ় হচ্ছে ঘাটালের অধিকাংশ মৃৎশিল্পীর। ফলে বাধ্য হয়েই তারা অন্য পেশা অবলম্বন করছেন।কেউ শোলার কাজে কেউ বা বিয়ে বাড়ির তত্ত্ব সাজানোয়,এমন কি কেউ রংমিস্ত্রি হিসেবেও জীবিকা বেছে নিয়েছেন। ঘাটালের এক মৃৎশিল্পী গণেশ দে বলেন অন্যান্য বছর যেভাবে প্রতিমার বায়না হয় এবছর তেমন নেই। পুরনো যে কটি দুর্গাপ্রতিমার বায়না আমরা পেয়ে থাকি তাদেরও বাজেটে ব্যাপক কাটছাঁট ।ফলে কিকরে সংসার চালাবো সেই নিয়ে ভীষণ চিন্তায় আছি। কিছু হাতের কাজ জানা ছিল তাই সেই কাজ করেই কোনমতে চলছে সংসার। শোলার টোপর, মালা এসমস্ত বানিয়ে কোনও রকমে দুবেলা খাবার জোগাড় করছি।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
Home এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন করোনার জেরে আশঙ্কায় প্রতিমা শিল্প, বাধ্য হয়ে ভিন্ন পথের খোঁজে শিল্পীরা