চাহিদা আর দামের ধাক্কায় লেবু আর এখন পাতি নয়

শুভম চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: গ্রীষ্মের প্রখর রোদে-তাপে ক্লান্ত হয়ে পড়লে একগ্লাস পাতিলেবু সহযোগে ঠান্ডা শরবতে গলাভেজানোর মতো শান্তি বোধহয় ইহজগতে খুব কম জিনিসেই মেলে।
বর্ষার জল পেলে বাংলায় লেবুর ফলন হয় খুব দারুণ। কিন্তু গ্রীষ্মে জলের অভাব থাকায় লেবুর ফলন হয় কম যার জেরে প্রতিবছরই এসময় লেবুর দাম বাড়ে। কিন্তু এইবছর বাজারে পাতিলেবুর দাম আগুন ছোঁয়া।বাজারে প্রায়দিন ই পাতিলেবু বিক্রি হচ্ছে ১২টাকা জোড়া। ফলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে পাতিলেবু।তাই মজাকরে অনেকেই বলছেন লেবু আর এখন মোটেও পাতি নয়!
ঘাটাল বাজারের এক সব্জি বিক্রেতা হারাধন মাজি বলেন লেবুর দাম এইসময় প্রতিবছরই একটু বাড়া থাকে কিন্তু এবছর যেন দাম একটু বেশি চড়া। মাসের শুরুতে আমরা খুচরো হিসেবে আমরা পাতিলেবুর এক টাকা কিংবা দু টাকা প্রতি পিস বিক্রি করে ছিলাম। কিন্তু এখন সেই লেবু চার টাকা পাঁচ টাকায় বিক্রি করতে হচ্ছে।আবার একটু ভালো মানের পাতিলেবু হলে খুচরা মূল্য ১৫টাকা জোড়াও হয়ে যাচ্ছে কোনোকোন দিন। আসলে বাজারে চাহিদা বেশি থাকলেও যোগান খুবই কম। এদিকে পাইকারি বাজারে প্রতিদিনই দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
পাতি লেবুর দাম বৃদ্ধি নিয়ে খোঁজ করতে গিয়ে আরও যে কারণটি উঠে এলো তা হল করোনা পরিস্থিতিতে ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে আর সাধারণ মানুষের কাছে কম পয়সায় ভিটামিন সি যুক্ত খাবার বলতে পাতিলেবুর বিকল্প খুব কমই আছে।তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাধারণ মানুষ আনাজ এর বাজার থেকে পথ্য হিসাবেই লেবু কিনছেন। যাদের লেবুতে একটু অরুচি ছিল দেখা গেছে অনেকেই নতুন করে
পাতিলেবু খাওয়া শুরু করেছেন । ফলে আচমকাই ভিটামিন সি এর চাহিদা মেটাতে পাতিলেবুর কদর বেড়েছে।
দাসপুর বাজারে আসা এক খরিদ্দার সৈয়দ মিজানুর রহমান বলেন রমজান মাস চলছে। এখন দিনের শেষে ইফতার করার সময় লেবুর শরবত আমাদের খেতেই হয় কিন্তু বাজারে যে পরিমাণ পাতি লেবুর দাম বেড়েছে তাতে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।কিন্তু উপায় নেই বাধ্য হয়ে কম পরিমাণ হলেও কিনতে হচ্ছে।
তবে প্রতিবছরের গ্রীষ্মকালীন সমস্যা বাদ দিলেও চলতি বছরে পাতিলেবুর দাম বাড়ার অন্যতম কারণ যে করোনা তা বলাই বাহুল্য।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।