সৌমি নাগ দত্ত ও মন্দিরা মাজি: কলকাতা প্রেসক্লাব তাদের ৭৯তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে ২২ জুলাই একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। যার মধ্যে আমাদের ঘাটাল মহকুমার কয়েকটি বিষয়কেও সম্মান জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। যার মধ্যে ঘাটালের বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের মূর্তি স্থাপন ও মূর্তির আবরণ উন্মোচন করা হয়। আবরণ উন্মোচন করেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। তিনি বাংলা গদ্য ও ভাষা বিকাশে বিদ্যাসাগরের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যাসাগরের আদর্শ আমাদের অনুসরণ করা উচিত। এদিনের অনুষ্ঠানে “মিশন বিদ্যাসাগর”-এর সৌজন্যে দাসপুরের গুড়লি দিশা ওয়েলফেয়ার সোসাইটিকে “বঙ্গ গৌরব বিদ্যাসাগর সম্মাননা” দেওয়া হয়। শ্রীকান্ত কদমের হাতে সেই সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও ঘাটালের রেলপথ আন্দোলন কমিটিকে বর্ণপরিচয় সম্মান জ্ঞাপন করা হয়। কমিটির তরফে প্রসেনজিৎ কাপাসের হাতে সম্মাননা তুলে হয়। মহারাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্তকে তাঁর কর্মকাণ্ডের জন্য বর্ণ পরিচয় সম্মান দেওয়া হয়। শিক্ষকতার পাশাপাশি বিদ্যাসাগরের কর্মধারাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কাজকর্মের জন্য তাঁকে সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশন বিদ্যাসাগরের কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক, সহ-সম্পাদক নিতাই মালাকার, রাজ্যের বামপন্থী প্রবীণ নেতৃত্ব বিমান বসু, সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট, সাহিত্যিক পরাশর বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
Home এই মুহূর্তে ব্রেকিং কলকাতা প্রেসক্লাবের প্রতিষ্ঠা দিবসে ঘাটাল মহকুমার ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান