ঘূর্ণি ঝড় যশ নিয়ে দাসপুর থানা এলাকায় প্রশাসনিক সতর্কতা

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত অন্যদিকে ঘূর্ণিঝড়। একসাথে দুই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি সারা রাজ্যবাসী। ২৪ শে মে সোমবার শক্তি সঞ্চয় করে নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘যশে’ পরিণত হবে। এরপর ২৫ শে মে মঙ্গলবার ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসবে ঘূর্ণিঝড়। এদিন বিকেল থেকেই শুরু হবে ঝড়ো হাওয়া সাথে হালকা বৃষ্টি। রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ বাড়বে।
গতবারে আমফান সারা বাংলা জুড়ে যেভাবে তাণ্ডব চালিয়েছিল তা মানুষ এখনও ভুলেনি। তার রেশ কাটতে না কাটতেই আবার বাংলার ওপর আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘যশ’। আবহাওয়া দপ্তর থেকে সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করা হয়েছে। দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষকে সর্তকতা জারি করা হয়েছে এবং তার সাথে দুর্যোগের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে। সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ বারি একটি নোটিশ জারি করেছেন। ওই গ্রামপঞ্চায়েত এলাকার সমাজ কর্মী  শ্যামল সাবুদ বলেন, আমরা সেই সতর্কতা মূলক নির্দেশগুলি এলাকায় প্রচার করার ব্যবস্থা করেছি। যেগুলি প্রচার করছি তা হল—
১. বাড়িতে উপযুক্ত পরিমাণ পানীয় জলের জোগান রাখুন।
২.ঝড়ে ঘরবাড়ি ভাঙ্গার উপক্রম হলে একটি শক্ত টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নিন।
৩.মোমবাতি দেশলাই মজুত রাখুন হ্যারিকেন কুপির শুকনো সলতে সযত্নে রাখুন।
৪.বাড়িতে যথাসম্ভব শুকনো খাবার মজুত রাখুন। ঝড়ের সময় বা ঝড়ের পরে যা আপনার প্রয়োজন।
৫.শিশুদের খাবার আলাদা করে মজুত রাখুন।
৬.ঘূর্ণিঝড়ের খবরাখবর রেডিওতে বা মোবাইলে শুনতে থাকুন।
৭.আপনার পরিবার প্রতিবেশী এবং বন্ধুদের খোঁজখবর রাখুন ওদের প্রয়োজনে এগিয়ে যান।
৮.ঝড়ের সময় বৈদ্যুতিক তার এড়িয়ে চলুন আমি আপনি কেউ জানেনা তারটিত বৈদ্যুতিক প্রবাহ সচল কি না।
৯.বাড়ির আশেপাশের গাছ বিপদজনক অবস্থায় থাকলে তা ঝড়ের সময় এড়িয়ে চলুন।
১০.বাড়ির জানালা দরজা একটু দেখে নিন। শক্তপোক্ত জানালা-দরজা আপনাকে ঝড়ের সময় রক্ষা করবে।১১.ঝড়ের সময় বাচ্চা থেকে বয়স্ক সকলের চোখে ধুলো বালি যায়। অযথা চোখ না খুলে পরিষ্কার জলের ঝাপটা দিন।
১২.বাড়িতে অসুস্থ ব্যক্তির ঔষধাদি দেখে নিন, পরিমাণে কম থাকলে তা আগে থেকে মজুত রাখুন।
১৩.অযথা আতঙ্কিত হবেন না ঝড়ের সময় বাড়ির মধ্যে থাকুন।
১৪.বাড়ির ছাদের কার্নিশে এমন কিছু নেই তো ? যা ঝড়ের সময় আপনার ওপর পড়ে আপনাকে আহত করতে পারে? তাহলে তা এখনি সরিয়ে ফেলুন।
১৫.ঝড়ের সময় বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন। সব বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লাগ থেকে খুলে রাখুন।
১৬.পরিমিত পরিমাণে ব্যান্ডেজ এবং আঠা যুক্ত ব্যান্ডেজ বাড়িতে মজুত রাখুন।
১৭.ঝড়ের সময় মোবাইল ফোনের ব্যবহার এবং ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন।
সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকার একজন সমাজকর্মী শ্যামল সাবুদ বলেন, সরবেড়িয়া-১ অঞ্চলের সমস্ত আইসিডিএস এবং শিশু শিক্ষা কেন্দ্র গুলিকে ত্রাণ শিবির হিসেবে রাখা হয়েছে, যদি কোনো মানুষ ঝড়ের কারণে ক্ষতিগ্রস্থ হন তাহলে তাঁরা আশ্রয় নিতে পারেন ওই জায়গা গুলিতে। আপনাদের সেবায় সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েত সর্বদা তৎপর থাকবে। সাধারণ মানুষের পাশে থাকবে গ্ৰাম পঞ্চায়েতের সদস্যরা।
জানা গিয়েছে, নবান্ন থেকে সারা রাজ্যের উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেকোনো সমস্যায় কল করতে পারেন নবান্নের কন্ট্রোল রুমে এই নম্বরে ১০৭০/০৩৩-২২১৪৩৫২৬( চালু থাকবে ২৫ শে মে থেকে)।বৈদ্যুতিক যেকোনো সমস্যায় কল করতে পারেন বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুমে এই নম্বরে ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪(চালু থাকবে ২৫ শে মে থেকে)। 
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015