দেবাশিস কর্মকার: হাই কোয়ালিটি ছবির জন্য এবার নয়া পলিসি আনল টেক জয়েন্ট গুগল। গুগল ফটোস-এর ক্ষেত্রে বিনামূল্যে আনলিমিটেড স্টোরেজর সুবিধা সামনের বছর থেকে বন্ধ হতে চলছে। এরপর থেকে গ্রাহকরা আর নিজের ইচ্ছে মত গুগল ফটোসে বিনামূল্যে স্টোরেজ ব্যাবহার করতে পারবেন না। এর জন্য নিতে হবে নির্দিষ্ট সাবস্ক্রিপশন। অর্থাৎ আগামী বছর থেকে গুগল আকাউন্টে হাই কোয়ালিটি ছবি বা ভিডিও আনলিমিটেড আপলোডের ক্ষেত্রে পকেটে টান পড়বে গ্রাহকদের। গুগলের তরফে দেওয়া এক বিবৃতি অনুযায়ী এই বিষয়ে নতুন কী কী পলিসি আনা হয়েছে আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক।
গুগলের জনপ্রিয় প্রোডাক্টগুলির মধ্যে গুগল ফটোস অন্যতম একটি। সকলেই জানেন, এতদিন পর্যন্ত যেকোনও রেজোলিউশন তথা কোয়ালিটির ছবি বা ভিডিও আপলোডের ক্ষেত্রে গুগল আকাউন্ট হোল্ডাররা আনলিমিটেড স্টোরেজ পেত। সম্পূর্ণ বিনামূল্যে ওই স্টোরেজে ব্যাবহারের জন্য কোনও রকম ঝক্কি পোহাতে হত না। ইচ্ছেমত যেমন খুশি ফটো বা ভিডিও আপলোড করে সুরক্ষিত রাখা যেত নিশ্চিন্তে। এবিষয়ে স্টোরেজের কোনও সীমা বেঁধে দেওয়া না থাকার ফলে গ্রাহকদের ফটো আপলোডের ক্ষেত্রে স্টোরেজ নিয়ে আলাদা করে আর ভাবতে হত না। আর সামনের বছর থেকে সেই জায়গাতেই আসতে চলেছে বড় রকমের পরিবর্তন। গুগলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী বছর তথা ২০২১ সালের ১ জুন থেকে যেকোনও গুগল আকাউন্ট হোল্ডার কোনও ছবি বা ভিডিও আপলোড করলে তা গুগলের দেওয়া ১৫ জিবি ফ্রী স্টোরেজের মধ্যেই কাউন্ট হবে। অর্থাৎ ওই নির্দিষ্ট সীমা পর্যন্তই ফটো বা ভিডিও আপলোড করা যাবে। শুধু তাই নয়, ওই ফ্রী স্টোরেজের মধ্যেই ফটো ছাড়াও কাউন্ট হবে জি-মেল, গুগল ড্রাইভের যেকোনও ডেটা। প্রসঙ্গত, এত দিন পর্যন্ত ১৫ জিবি ডাটা স্টোরেজ লিমিট বেঁধে দেওয়া ছিল কেবলমাত্র জি-মেল, গুগল ড্রাইভ প্রভৃতির ক্ষেত্রে। এবার থেকে গুগল ফটোসকেও সেই আওতায় নিয়ে আসা হল। জি-মেল, গুগল ড্রাইভ, গুগল ফটোস ওই ১৫ জিবির মধ্যে একসঙ্গে কাউন্ট হওয়ার ফলে তুলনামূলকভাবে মোট ফ্রী স্টোরেজের পরিমান অনেকটাই কমে গেল।
তবে ফটো প্রেমীদের এই নিয়ে হতাশ হবার কোনও কারণ নেই। গুগলের দেওয়া ওই ১৫ জিবি স্টোরেজ শেষ হয়ে গেলে গ্রাহকরা নিজেদের পছন্দমতো সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এই পছন্দমত সাবস্ক্রিপশন পাওয়া যাবে গুগল-ওয়ান মেম্বারশিপ থেকে। এবিষয়ে গুগল জানিয়েছে, ওই গুগল ওয়ান মেম্বারশিপ থেকে স্টোরেজ সংক্রান্ত যেকোনও সমস্যার সমাধান করা যাবে। এবং গ্রহকদের সুবিধার্থে সাবস্ক্রিপশন খরচ যথাসম্ভব সস্তা রাখা হবে। ফটো ও ভিডিও সুরক্ষিত রাখার বিষয়টি আগের মতোই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে গুগল।
তবে এই নিয়মগুলো আগামী বছরের জুন মাসের আগে পর্যন্ত লাগু হচ্ছে না। তাই এই মধ্যবর্তী সময়ের মধ্যে ইচ্ছে মত ফটো ভিডিও আপলোড করে রাখা যাবে। কোনও সাবস্ক্রিপশন খরচ লাগবে না। তাই এই সময়টি গ্রাহকদের কাছে একটি বাড়তি সুযোগ। প্রসঙ্গত, ছবি বা ভিডিয়ো আপলোডের এই নতুন নিয়ম গুগল পিক্সেল ইউজারদের উপর বর্তাচ্ছে না। গুগলের নিজস্ব পিক্সেল ফোন ব্যাবহারকারীরা এই ১৫ জিবি স্টোরেজ লিমিট সংক্রান্ত কোনও নিয়মের মধ্যে পড়বে না। ওই গ্রাহকরা চাইলেই ১৫ জিবি স্টোরেজের থেকেও পরিমাণে ছবি গুগল ফটোসে আপলোড করতে পারবেন।
কিন্তু কেন এই পরিবর্তন আনা হল? এ বিষয়ে গুগল জানিয়েছে, বর্তমানে প্রায় আশি শতাংশ ইউজার ফটো ভিডিও আপলোড করে ইতিমধ্যে গুগলের দেওয়া ১৫ জিবি স্টোরেজ ব্যাবহার করে ফেলেছেন। তাই গুগল ফটোসের ট্রাক রাখা কঠিন হয়ে পড়ছে। এই বিষয়ে গুগল একটি তথ্যও প্রকাশ করেছে। সেই তথ্য থেকে জানা যাচ্ছে, প্রতি সপ্তাহে গড়ে মোট ২৬ বিলিয়ন ছবি আপলোড হয়। বর্তমানে গুগল সার্ভারে রয়েছে মোট চার ট্রিলিয়ন ছবি। তাই সাধারণ বুদ্ধিতে এই সাবস্ক্রিপশন প্লানের পেছনে কারণটি এখন সহজেই অনুমেয়!