নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর(Daspur) থানার বেলিয়াঘাটার বাসিন্দা সঞ্জয় জানা গতকাল মঙ্গলবার ইন্ডেন গ্যাসের(indane gas) অফিস থেকে একটি গ্যাস সিলিন্ডার(gas cylinder) বাড়িতে নিয়ে যান। আজ বুধবার সকালে তিনি সিলিন্ডারটি রান্নাঘরে লাগাতে গিয়ে দেখেন সিলিন্ডার থেকে বিকট শব্দে প্রচণ্ড পরিমাণে গ্যাস লিক(leak) করছে। ভাবতে পারছেন একবার যদি এই সিলিন্ডারটির সঙ্গে কোনওভাবে অগ্নিসংযোগ হত তাহলে কতটা পরিমাণ ভয়াবহ দুর্ঘটনা ঘটত? গ্যাস বেরোতে দেখামাত্রই সঞ্জয়বাবু ভেজা একটি কাপড় দিয়ে সিলিন্ডারটি ধরে পুকুরের জলে ফেলে দিয়েছিলেন। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই পরিবার। বাড়িতে এই ধরনের ঘটনা ঘটতে দেখলে আগে থেকে সতর্কতা অবলম্বন করুন। গ্যাস সিলিন্ডার লিক করলে ১৯০৬ নম্বরে কল করুন।