কুমারেশ চানক,ঘাটাল,স্থানীয় সংবাদ: দাম নেই আলুর, হিমঘরে আলু রেখে ঘুম উড়েছে কৃষকদের।আলুর বন্ডের দর প্রায় অর্ধেক, তাতেকরেই ঘুম ছুটেছে আলুচাষীদের।আগের বছর আলুর দাম পাওয়াই বেশিরভাগ চাষী হিমঘরে আলু মজুত করেছিলো,এই বছর চড়া দামে আলুর বীজসহ রাসায়নিক সার কিনে চাষ করতে হয়েছে কৃষকদের। তাদের অনেকেই আবার ঋণ করে চাষাবাদ করেছেন। সামান্য লভ্যাংশ পেতে প্রতিবছর ঝুঁকি নিয়ে এই চাষ। তা নাহলে উপায়ও যে নেই,এই যৎসামান্য লভ্যাংশ আর তাতেই তো চলে সারা বছরের সংসারের খোরাক জোগাড় হয়।
সারা রাজ্যের সাথে আমাদের ঘাটালের কৃষকদেরও পাশাপাশি আলু ব্যবসায়ীদের এবার আলু চাষ করে আলু হিমঘরে রেখে একই হাল! ঘাটালের আলু ব্যাবসায়ী প্রসেনজিৎ সামন্ত জানান,হিমঘরে বেশিরভাগ আলু কৃষকদের রাখা, বাজারে আলুর যোগান থাকায় হিমঘরের আলু হিমঘরেই রয়েছে,তবে সময় এখনো আছে কী হয় দেখা যাক।লক্ষ করা গেছে এইবার বস্তা পিছু তিনশো থেকে চারশো টাকায় আলু ঢুকিয়েছে হিমঘরে চাষীরা, তা এখন বাজার মূল্য দুইশত টাকা এই শুনেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষক মহলে।
দাসপুরের কৃষক স্বপন মাইতি বলেন,অন্যান্য বছরের তুলনায় এই বছর খরচ অনেক বেশি হয়েছে। আগে বিঘা প্রতি ২০থেকে ২৫ হাজার টাকা খরচ ছিল। এবার তা বেড়ে ৩৫ হাজার টাকা ছাড়িয়েছে। দাম বাড়বে সেই আশায় রয়েছি,দেখি কী হয়।