এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাম নেই আলুর,হিমঘরে আলু রেখে ঘুম উড়েছে চাষীদের!

Published on: July 16, 2021 । 8:36 PM

কুমারেশ চানক,ঘাটাল,স্থানীয় সংবাদ: দাম নেই আলুর, হিমঘরে আলু রেখে ঘুম উড়েছে কৃষকদের।আলুর বন্ডের দর প্রায় অর্ধেক, তাতেকরেই ঘুম ছুটেছে আলুচাষীদের।আগের বছর আলুর দাম পাওয়াই বেশিরভাগ চাষী হিমঘরে আলু মজুত করেছিলো,এই বছর চড়া দামে আলুর বীজসহ রাসায়নিক সার কিনে চাষ করতে হয়েছে কৃষকদের। তাদের অনেকেই আবার ঋণ করে চাষাবাদ করেছেন। সামান্য লভ্যাংশ পেতে প্রতিবছর ঝুঁকি নিয়ে এই চাষ। তা নাহলে উপায়ও যে নেই,এই যৎসামান্য লভ্যাংশ আর তাতেই তো চলে সারা বছরের সংসারের খোরাক জোগাড় হয়।

সারা রাজ্যের সাথে আমাদের ঘাটালের কৃষকদেরও পাশাপাশি আলু ব্যবসায়ীদের এবার আলু চাষ করে আলু হিমঘরে রেখে একই হাল! ঘাটালের আলু ব্যাবসায়ী প্রসেনজিৎ সামন্ত জানান,হিমঘরে বেশিরভাগ আলু কৃষকদের রাখা, বাজারে আলুর যোগান থাকায় হিমঘরের আলু হিমঘরেই রয়েছে,তবে সময় এখনো আছে কী হয় দেখা যাক।লক্ষ করা গেছে এইবার বস্তা পিছু তিনশো থেকে চারশো টাকায় আলু ঢুকিয়েছে হিমঘরে চাষীরা, তা এখন বাজার মূল্য দুইশত টাকা এই শুনেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষক মহলে।

দাসপুরের কৃষক স্বপন মাইতি বলেন,অন্যান্য বছরের তুলনায় এই বছর খরচ অনেক বেশি হয়েছে। আগে বিঘা প্রতি ২০থেকে ২৫ হাজার টাকা খরচ ছিল। এবার তা বেড়ে ৩৫ হাজার টাকা ছাড়িয়েছে। দাম বাড়বে সেই আশায় রয়েছি,দেখি কী হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা