নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমার বৈকুণ্ঠপুর শংকরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সংবাদপত্র ‘চেতুয়া সংবাদ’-এর সম্পাদক অশোক চট্টোপাধ্যায় মারা গেলেন। আজ ৩০ নভেম্বর গড়বেতার ঝাড়বনিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। অশোকবাবু দাসপুরের শংকরপুরেই থাকতেন। প্রায় ১০ বছর আগে তাঁর একমাত্র সন্তান ২১ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর মারা যাওয়ার পর তিনি দাসপুর থেকে তাঁর শ্বশুর বাড়ি এলাকা গড়বেতার ফতেসিংহপুর -ঝাড়বনিতে নতুন বাড়ি করে চলে যান। সেখান থেকেই দাসপুরের ঠিকানায় সংবাদপত্রটি চালালেও মানসিক অবসাদে ভুগছিলেন। গড়বেতা চলে গেলেও ঘাটালের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল। তাঁর হাত ধরে অনেকেই সাংবাদিকতা শিখেছেন। আজ তাঁর মৃত্যুর খবরে ঘাটালে শোকের ছায়া নেমে আসে।