সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের জন্য মাত্র ৯ মাসে নজির ঘাটালের মহকুমা শাসকের। সে নজির নজড় কাড়ল ঘাটালের সাংসদ দেবেরও। পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে ঘাটালের মহকুমা শাসক অসীম পালের হাত আরও একটু শক্ত করলেন সাংসদ অভিনেতা দেব।
সম্ভবত সে জন্যই মহকুমা শাসকের উদ্যোগে দাসপুরের মিলন মঞ্চে জাতিগত শংসাপত্র প্রদান অনুষ্ঠানে সাড়া দিয়ে হাজির হলেন দেব। আজ ২৭ ফেব্রুয়ারি দাসপুরের মিলন মঞ্চ থেকে এলাকার ৩৬৩ জন তপশিলি উপজাতি মানুষের হাতে তাদের জাতিগত শংসাপত্র তুলে দিলেন তিনি।
প্রসঙ্গত জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে এই মহকুমায় সর্বকালীন নজির সৃষ্টি করেছেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নথির সরলীকরণ করার জন্যই এই সাফল্য এসেছে।
একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, বিগত ৯ বছরে তথা ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তফসিলি উপজাতিদের শংসাপত্র ইস্যু হয়েছিল মাত্র ১৫০০টি। বছরে গড়ে ১৬৬ টি করে। আর অসীমবাবুর আমলে মাত্র ৯ মাসেই ২২৪৫ জন তফসিলি উপজাতির হাতে ইতি মধ্যেই শংসাপত্র ইস্যু করা হয়েছে।