চন্দ্রকোণায় বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মাঠে গরু চরাতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার বান্দিপুর গ্ৰামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম তুলসী সী(৫০)। আজ শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বজ্রপাত সহ বৃষ্টি হয়।  সেই সময় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে ওই মহিলার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com