•ঘাটাল মহকুমায় নতুন সংক্রমিত হয়েছেন=৪১জন | •জেলায়(ঘাটাল সহ)মোট=১৯৩জন |
•অ্যান্টিজেন্ট টেস্টে নতুন সংক্রমিত=?? জন | •জেলায়(ঘাটাল সহ)মোট= ?? জন |
•রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=০২জন | •জেলায়(ঘাটাল সহ)মোট=২৩জন |
•লালা রস নেওয়া হয়েছিল: ১৯আগস্ট ২০২০ •রিপোর্ট এসেছে: ২১আগস্ট ২০২০ |
লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
ঘাটাল মহকুমা হাসপাতাল | •মোট:৪ জন। •দাসপুর শ্যামসুন্দরপুরের বুরাইদের একজন(পুরুষ/৭০), বাজুয়ার পাঁজাদের একজন(মহিলা/৪৮), ঘাটাল হাসপাতালের স্টাফ দাসেদের(পুরুষ/৩৪), রামজীবনপুরের ৯ নম্বর ওয়ার্ডের লাগাদের একজন(পুরুষ/৫৮)। |
দাসপুর হাসপাতাল | •মোট:৮ জন। •দাসপুর থানার একজন, দাসপুর হাসপাতালের একজন চিকিৎসক, দাসপুরের পালেদের একজন(পুরুষ/৪৫), দাসপুর ডিহিবলিহারপুরের মাণ্ডিদের দুজন(পুরুষ/২০, মহিলা/১৯), বড়শিমুলিয়ার প্রামাণিকদের তিন জন(মহিলা/৭৪, পুরুষ/৫৬, পুরুষ/২৫)। |
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | •মোট:২১ জন। •গৌরার পাঠকদের (পুরুষ/৫৯), জ্যোৎঘনশ্যামের কুইল্যা(বালক/১১), গৌরার ভুঁইঞাদের(পুরুষ/৪৫), লক্ষ্মীকুণ্ডুর পালেদের ৫জন(পুরুষ/৪৩, মহিলা/৩০, মহিলা/২৫, কিশোরী/১৫, বালিকা/৯), সয়লার সিনহাদের তিন জন(মহিলা/২০, মহিলা/৪০, পুরুষ/৪৬), রাণীচকের ঘোড়ইদের দুজন(মহিলা/৬৪, পুরুষ/৩২), চাঁইপাটের আদকদের একজন(মহিলা/৪৫), শ্রীবরার কারকদের ৩জন(মহিলা/৪০,বৃদ্ধা/৬৫,পুরুষ/৪৫) সোনাখালির বেরাদের একজন(পুরুষ/৪২), পলাশপাইয়ের মণ্ডলদের(কিশোর/১৭), আরিট প্রধানদের (পুরুষ/৪২), সাহাচকের মণ্ডলদের একজন(পুরুষ/৪০)। |
বীরসিংহ হাসপাতাল | •মোট:৫ জন। •জলসরার বিশুইদের একজন(যুবক/২০), দলপতিপুরের মাথালদের(Mathal)একজন(পুরুষ/২৭), সিমুলিয়ার পাঁজদের একজন(পুরুষ/৩৪) •খড়ার ইউকো ব্যাঙ্কের ক্যাশিয়ার তথা দাসপুরের বৈকুন্ঠপুরের খাটুয়াদের এক জন(পুরুষ/৩৩), ঘাটালের আনন্দপুরের দোলইদের একজন(পুরুষ/৫১)। |
ক্ষীরপাই হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল | •মোট:৩ জন। •নীলগঞ্জের মণ্ডলদের দুজন(পুরুষ/৩০, মহিলা/২০), চন্দ্রকোণার চৌধুরীদের (কিশোর/১৭)। |
অ্যান্টিজেন [সঙ্গে সঙ্গে রিপোর্ট] |
•আজ আমাদের কাছে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এলে এখানে যোগ করে দেব। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। তাছাড়াও আজকের রিপোর্টে কোনও আপডেট থাকলে রিফ্রেস করলে সেটা পেয়ে যাবেন। |
রিপিট টেস্ট | •মোট:২ জন। •নিশ্চিন্দীপুরের পোড়িয়াদের (মহিলা/৪৭),নিশ্চিন্দীপুরের শীয়েদের(মহিলা৫৩)। [শালবনী হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়। |
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |