সৌরভ মাজি: সংস্কৃত ভাষা শেখার জন্য ১০ দিনের শিবির করল চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয়। ৯ নভেম্বর ওই কলেজের সংস্কৃত বিভাগ এবং অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেলের (IQAC: Internal Quality Assurance Cell) যৌথ উদ্যোগে শিবিরটির আয়োজন করা হয়েছে। এদিন শিক্ষা শিবির উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.মনোরঞ্জন গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোণা কলেজের সংস্কৃত বিভাগের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ওন্দা থানা মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক রাজীবুল খান। আন্তর্জালিক সংযোগে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. নিরঞ্জন জেনা ও নবনালন্দা মহাবিহারের সহায়ক আচার্য্য ড. রাজেশ কুমার মিশ্র, গ্লোবাল সংস্কৃত ফোরামের সোমনাথ দণ্ডপাঠ এবং বিভাগীয় অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। এই শিক্ষা শিবিরে জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]