বাড়ছে নাবালিকা বিয়ে, বিয়ে রুখতে দাসপুরে সচেতনতা শিবির

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: সরকারি প্রকল্পের টাকায় হাতে মোবাইল পেয়ে বিগড়ে যাচ্ছে মেয়েরা, সন্তানদের বাগে আনতে পারছেন না অভিভাবকেরা। দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জে নাবালিকা বিয়ে নিয়ে সচেতনতা শিবিরে এমনই প্রশ্ন তুললেন এক অভিভাবিকা। তাহলে এই কারণেই কি বাবা-মায়েরা নাবালিকা মেয়ের বিয়ে দিতে বাধ্য হচ্ছেন?

আজ ২৩ এপ্রিল দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জে নাবালিকা বিয়ে রোধ করতে একটি সচেতনতা শিবির করা হয় ইউনিসেফ ও ব্লক প্রশাসন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যৌথ উদ্যোগে। ওই এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সচেতনতা শিবিরটি করা হয়েছিল। জানা গিয়েছে, দাসপুর-২ ব্লকের সুসংহ শিশু বিকাশ প্রকল্প আধিকারিক অভিমুন্য মণ্ডল ও ইউনিসেফ -এর প্রতিনিধি তাপস শেঠ নাবালিকা বিয়ের বিভিন্ন সমস্যার দিকগুলি নিয়ে আলোচনা করেছিলেন। অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে কী কী সমস্যা দেখা দিতে পারে তাদের সেইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ওই দুই আধিকারিক। এমনকি নাবালিকা বিয়ে দিলে ওই নাবালিকার পরিবার ও যে ছেলের সঙ্গে বিয়ে হবে তাঁদের কী শাস্তি হতে পারে তা সম্পর্কেও বলা হয় আজকের ওই শিবিরে। সচেতনতা শিবিরে ওই এলাকার প্রায় শতাধিক নাবালিকা ও তাদের মায়েরা উপস্থিত হয়েছিলেন। মায়েরা তাঁদের সমস্যার কথাগুলি জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মোবাইল দেওয়া হয়েছে পড়াশোনার জন্য। কিন্তু মেয়েরা মোবাইল হাতে পেয়ে তা পড়াশোনার কাজে লাগানোর পরিবর্তে অকাজে লাগায় বেশি। আমাদের একেবারেই মানছে না তারা।

তাপসবাবু বলেন, এর আগে পঞ্চায়েত ভিত্তিক নাবালিকা বিয়ে নিয়ে বেশ কয়েকটি শিবির করা হয়েছিল। আরও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এবার পাড়ায় পাড়ায় শিবির করা হচ্ছে। যাতে গ্ৰামের প্রতিটি পরিবারের বাবা-মায়েরা আরও সচেতন হতে পারেন তাঁদের মেয়েদের বিয়ের ব্যাপারে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।