এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বজ্রপাতে ঝলসে গেল গাছ

Published on: August 19, 2020 । 3:29 PM

নিজস্ব সংবাদদাতা: বাজ পড়ে ঝলসে গেল প্রাচীন শিরীষ গাছ। ১৮ আগস্ট সন্ধ্যায় ঘাটাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের খাড় গম্ভীরনগরে পালেদের বাড়ির সামনে ওই ঘটনাটি ঘটে। এদিন হঠাৎ বজ্রপাতে গাছটির বাকল পুরোপুরি নষ্ট হয়ে যায়। গাছ সংলগ্ন শান্তনু পালের (মানু) বাড়িতেও ইলেকট্রনিকস যন্ত্রপাতির অল্পবিস্তর ক্ষতি হয়। ওই ওয়ার্ডের বাসিন্দা রাজেশ পাল বলেন, লোকালয়ের মধ্যে এত কাছে বাজ পড়ার বিকট আওয়াজে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177