শম্পা পাল: ঘাটাল শহরের নিউ মার্কেট থেকে ১৫টি টিয়া পাখি আটক করল বন দপ্তর। ৩১ আগস্ট ওই পাখিগুলিকে আটক করা হয়েছে। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্টির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, পাখিগুলি সাধারণ প্রজাতির টিয়া পাখি। গতকাল ঘাটাল শহরের নিউ মার্কেটে পাখিগুলি বিক্রি হচ্ছিল বলে আমাদের কাছে খবর এসেছিল। আমরা খাঁচা সহ পাখিগুলি উদ্ধার করে খড়্গপুরে পাঠানোর ব্যবস্থা করেছি।
বনদপ্তরের কর্মীদের দূর থেকে দেখতে পেয়েই পাখি বিক্রেতা এলাকা থেকে চম্পট দিয়েছে। ফলে তাকে গ্রেপ্তার করা যায়নি। রেঞ্জার বলেন, কোনও ভাবে বনের পাখি ধরে বিক্রি করা চলবে না।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










