বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মাধ্যমিক পরীক্ষার্থীরা

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাইভেট কার(Private car) দুর্ঘটনার কবলে, স্থানীয় মানুষের প্রচেষ্টার উদ্ধার হল পরীক্ষার্থীরা।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হল এক সমাজসেবীর প্রচেষ্টায়। জানা যায়, আজ ৩ ফেব্রুয়ারি সকাল ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য(Ghatal-panskura road) সড়কের সোনামুই(Sonamui) দিল্লির খাল লাগোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চারজন মাধ্যমিক পরীক্ষার্থী বগুড়া থেকে খুকুড়দহ পরীক্ষা কেন্দ্রে(examination center) যাচ্ছিল সেই সময় ওই প্রাইভেট কারটির পেছনের দিকে একটু টায়ার বাস্ট হয়ে দুর্ঘটনা(Accident) কবলে পড়ে। স্থানীয় মানুষেরা ছুটে যায় এবং ওই গাড়ি থেকে পরীক্ষার্থীদের বের করে পরে তাদেরকে পৌঁছে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/