আজ ২ ফেব্রুয়ারি থেকে ঘাটাল মহকুমার সমবায়গুলিতে সিএসপি তথা কাস্টমার সার্ভিস পয়েন্ট চালু হল। প্রত্যন্ত এলাকার মানুষ বিশেষত কৃষিজীবী পরিবারের সদস্যদের বাড়ির সামনে থেকে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার মানুষ দূর-দূরান্তের ব্যাঙ্ক না গিয়েও সমবায় থেকেই দেশের নানা প্রান্তের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা লেনদেন করতে পারবেন। এদিন দাসপুর-২ ব্লকের সোনামুইতে ওই পরিষেবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্যের সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এমভি রাও।
•তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে মহকুমার সমবায়গুলিকে সিএসপি সিস্টেমে আনা হচ্ছে। ওই ব্যাঙ্কের সম্পাদক কৌশিক কুলভী বলেন…
•এদিনই অতিরিক্ত মুখ্যসচিব দাসপুর-২ ব্লকের সীতাপুর সমবায়ের ত্রিতল ভবনের দ্বারোদঘাটন করেন।