অঙ্কনে জেলা পেরিয়ে রাজ্যে যাচ্ছে দাসপুরের দুই কন্যা। সর্বশিক্ষা মিশন আয়োজিত ‘বিদ্যালয়ের পরিচছন্নতা ও আমরা’ এই বিষয়ের ওপর ছবি আঁকা প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপের মধ্যে দুটি গ্রুপেই ঘাটাল মহকুমা থেকে জেলা স্তরে প্রথম হয়েছে। দাসপুর থানার আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্রেয়া দাস কর্মকার ‘বি’ তথা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গ্রুপে প্রথম হয়েছে। অন্যদিকে ওই প্রতিযোগিতার ‘সি’ তথা পঞ্চম থেকে সপ্তম গ্রুপে দাসপুর থানার গোবিন্দনগর গান্ধী শতবার্ষিকী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সায়নী ঘড়া প্রথম হয়েছে। এর ফলে দুজনেই রাজ্য স্তরে অংশগ্রহণ করবে।
অঙ্কনে জেলা পেরিয়ে রাজ্যে যাচ্ছে দাসপুরের দুই কন্যা
By সৌমেন মিশ্র
Published on: November 23, 2018 । 9:01 PM




