তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা থানার কয়েকটি গ্রামের প্রায় ৩০ জন বাসিন্দা উত্তর ভারত ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনায় জখম হয়েছেন। শনিবার ভোরে উত্তর প্রদেশের পাসগাঁওতে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। পাসগাঁও থানার পুলিশ জানিয়েছে, জখমদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। তাদের শাহজাহানপুর জেলা হাসপাতাল এবং পাসগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগস্ট মাসের শেষ সপ্তাহে চন্দ্রকোণা থানার মাংরুল, পুড়শুড়ি, বেউর গ্রাম থেকে ৬৫ জন বাসিন্দা একটি বাসে করে উত্তর ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণার্থীদের মধ্যে ভাস্কর সাঁতরা, ভোলানাথ সাঁতরা, পদ্মা সাঁতরা, সমীর বাগ প্রমুখ বলেন, শুক্রবার রাতে ৩০ নম্বর জাতীয় সড়ক ধরে লক্ষ্মৌ অভিমুখে আসছিলেন তারা। রাতে বৃষ্টি হওয়ার কারণে তারা সবাই বাসেই ঘুমাচ্ছিলেন।ভোর সাড়ে ৩টার সময় হঠাৎ বিকট আওয়াজ হয়। তারপরেই বাসের মধ্যে তীব্র আর্তনাদ শুরু হয়।ভ্রমণার্থীরা জানান, বাসটি দুর্ঘটনায় পড়ার আগে একটি পাম্প থেকে ডিজেল নেয়। তারপরই কিছুটা যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি আঁখের জমিতে পড়ে যায়।যাত্রীরা বলেন, তারা কোনও খাল, পুকুর বা জলাতে পড়েননি। পড়লে কী যে হত ভাবলেই বুক কাঁপছে।পুলিশ তিরিশ জনের মতো জখমকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। বাকিদের পাসগাঁও থানার পুলিশ একটি ক্যাম্প করে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে।সমীরবাবু জানান, বাসটি খুব ক্ষতি হয়েছে।