নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ ২৯ জুলাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩ তম প্রাণ দিবসে বিদ্যাসাগর স্মরণ সমিতির সাগর তর্পনে মানবতাবাদী আবেদন জানানো হয়েছে। সমিতির সভাপতি গৌরী শংকর বাগ, মহকুমা শাসক সুমন বিশ্বাস, পৌর প্রধান তুহিনকান্তি বেরা, সম্পাদক তাপস পোড়েল, প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ পাঠক, প্রধান শিক্ষক সুভাষ দত্ত, স্বর্গসুখ কমিটির সম্পাদক ইতি মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তৃতায় সম্পাদক তাপস পোড়েল বলেন, “বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন মানবতাবাদী। তিনি শিক্ষাকে মানুষের অগ্রগতির হাতিয়ার হিসেবে দেখেছিলেন। তিনি সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। আমরা তাঁর আদর্শকে অনুসরণ করে একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে সকল মানুষ সমান অধিকার ও সুযোগ পাবে।” পৌর প্রধান তুহিনকান্তি বেরা বলেন, “পৌরসভা বিদ্যাসাগরের নামে একটি পুরস্কার ঘোষণা করেছে। আমরা সামাজিক কাজে উৎসাহ দিতে আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করব।” মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, “রবীন্দ্রনাথকে নিয়ে যে ব্যাপক চর্চা হয়, বিদ্যাসাগরকে নিয়ে ততটা সময় আমরা দিই না। যার কারণে সমাজে অনেক কুসংস্কার বাসা বেঁধে আছে।”প্রাসঙ্গিক গান পরিবেশন করেন মহাদেব প্রামানিক ও বুদ্ধদেব বেরা। বক্তব্য রাখেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ পাঠক, মহারাজপুরের প্রধান শিক্ষক সুভাষ দত্ত, স্বর্গসুখ কমিটির সম্পাদক ইতি মন্ডল। টোটো চালক, ট্রলি চালক, বাসকর্মী এবং ছাত্র-ছাত্রী ও পথ চলতি মানুষ সপুষ্পশ্রদ্ধা জানান মহামানবকে। ট্রলিচালক ভাইয়েরা মূর্তি সম্মুখস্থ স্থানটি পরিষ্কার করতে সাহায্য করেছেন।