সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার দাসপুরের যদুপুরের কাঁসাই নদী থেকে পাওয়া কচ্ছপটি উদ্ধারে এলেন বনদপ্তরের কর্মীরা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কচ্ছপটি দেখে অবাক বনদপ্তরের কর্মী থেকে আধিকারিকরা। বন্যপ্রাণী রেসকিউ টিমের সদস্য মলয় ঘোষ বলেন, প্রায় ৩০ বছর ধরে তিনি বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করছেন। কিন্তু এই প্রথম তিনি এমন কচ্ছপ দেখলেন। তিনি বলেন, প্রকৃত পক্ষেই কচ্ছপটি ‘আমেরিকান রাক্ষুসে কচ্ছপ’ বা রেড ইয়ার্ড স্লাইডার। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই কচ্ছপ যেখানে থাকে, সেখানে থাকা অন্যদের খেয়ে ফেলে। শুধু কচ্ছপ বা জলজ ছোট প্রাণী নয়, মানুষ এমনকি পরিবেশের জন্যও এই ‘রাক্ষুসে কচ্ছপ’ যথেষ্ট ভয়ানক। আর এর জেরেই দাসপুরের রাজনগর যদুপুর কাঁসাই নদী এলাকায় বিরল প্রজাতির এই কচ্ছপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরও জানা যাচ্ছে, অনেকেই এই কচ্ছপ বাড়িতে একোরিয়ামে রাখেন। কিন্তু বৃহৎ আকার ধারণ করতে থাকলে নদী বা জলাশয়ে ছেড়ে দেন। এই কচ্ছপ ওজনে প্রায় ১০০ কেজি হয়। পেশায় মাছ ব্যবসায়ী দাসপুরের রাজনগর এলাকার যদুপুর গ্রামের রাজু মণ্ডল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের কাঁসাই নদী থেকেই এই কচ্ছপটি পান। কচ্ছপটি দেখে তিনি অবাক হয়ে যান। প্রায় মাছ ধরার জালে জড়িয়ে উঠে আসে কচ্ছপ কিন্তু এমন অদ্ভুত কচ্ছপ এর আগে নজরে আসেনি। কচ্ছপের মুখের দু’দিকে কানের দু’পাশে লাল রঙের ডোরা। পিছনে লম্বা লেজ। গায়ের চারিদিকে অন্য ধরনের ডোরা দাগ। পিঠের পাশাপাশি পেটের দিকের খোল অন্যান্য কচ্ছপের থেকে অনেক বেশি শক্ত। রাজু চাইলেই সবার অজান্তে কচ্ছপটিকে চড়া দামে বিক্রি করে দিতে পারতেন। কচ্ছপটিকে দেখে বিরল মনে হতেই রাজু সংবাদ মাধ্যম পাশাপাশি বনদপ্তরে জানায়। আজ শুক্রবার সকাল বেলা ১১টা নাগাদ কচ্ছপটি বনদপ্তরের তরফে উদ্ধার করা হল।