সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: কালভার্ট থেকে খালের জলে উল্টে গেল ট্রাক্টর, ট্রাক্টর চাপা হয়ে মৃত চালক। এমনই ঘটনা দাসপুর থানার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] রাজনগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রাজনগর থেকে দাদপুর গামী একটি ট্রাক্টর যাওয়ার সময় রাজনগর রাজারপুকুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট থেকে পড়ে যায় খালে। ঘটনায় ট্রাক্টর চালক চাপা পড়ে যায় ট্রাক্টরের নিচে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাক্টর চালকের স্থানীয়দের থেকে এমনটাই জানা যাচ্ছে। মৃত চালকের নাম কৌশিক ধাড়া(১৭)। বাড়ি ডেবরা থানার ত্রিলোচনপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ট্রাক্টরটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










