সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: নেই বিদ্যুৎ, পানীয় জলের সমস্যা থেকে রাতের অন্ধকারে বিষধর সাপের উপদ্রব। এবার পথ অবরোধ করে প্রতিবাদে রাস্তায় নামলেন দাসপুর-১ ব্লকের বন্যার্তরা। দাবি একটাই বিদ্যুৎ চাই। ঘটনা জেলার ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামাটে। আজ বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা থেকে এলাকার বন্যা কবলিত মানুষেরা পথ অবরোধ শুরু করেন। অবরোধকারীরা জানান,শুক্রবার বাঁধ ভেঙে প্লাবিত তাঁদের বসতবাড়ি চাষের জমি। সেই থেকেই বিদ্যুৎহীন তাঁদের এলাকা। মঙ্গলবার একই ইস্যুতে তাঁরা অবরোধ করেছিলেন হোসেনপুরে। দাসপুর পুলিশের ওসি অমিত মুখোপাধ্যায় দায়িত্ব নিয়ে ওই রাতের মধ্যেই তাঁদের এলাকায় বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করেন। কিন্তু তারপর দিন সকাল থেকেই একই সমস্যা। এলাকায় বিদ্যুই সংযোগ বিচ্ছিন্ন,প্রতিবাদে আবার পথ অবরোধ। আজ পথ অবরোধের খবর পেয়ে দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিদ্যুৎ দপ্তরের বরাত পাওয়া ঠিকাদারের কর্মীদের নিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন। তবে কর্মীদের তরফে জানানো হয় মাঠে বন্যার জল,সেই জলে বিদ্যুতের খুঁটি পর্যন্ত যাওয়া এবং সেখানে গিয়ে খুঁটিতে উঠে কাজ করা প্রাণের ঝুঁকি। গ্রামবাসীদের দেওয়া কলা গাছের ভেলা চড়েই প্রাণের ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করছেন। গ্রামবাসীদের অভিযোগ,দাসপুরের বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতি। অনেক বন্যার সম্মুখীন তাঁরা হয়েছেন। প্রত্যেকবার জল কিছুটা কমলেই এলাকায় বিদ্যুই স্বাভাবিক হয়েছে। শুধু প্লাবিত অংশে নয়,রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত অংশেই বিদ্যুৎ সরবরাহে গাফিলতির অভিযোগ আছে। আজ আবার দাসপুর পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা প্রায় ১ ঘন্টা পর অবরোধ তোলেন। তবে রাজনগর এলাকার মানুষ জানান,বিদ্যুৎ সংযোগে এলাকাজুড়ে এই সমস্যা বাড়তে থাকলে তাঁরা আর বাড়িতে বসে থাকবেন না। এবার তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন সারা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে একাট্টা করে।