সন্তু বেরা,দাসপুর,স্থানীয় সংবাদ:অপারেশন আনন্দ,এই নামেই দাসপুর পুলিশকে সাথে নিয়ে দাসপুর থানা জুড়ে বিভিন্ন দোকান,ইঁটভাটায় লাগাতার হানা ঘাটাল চাইল্ড লাইনের। খতিয়ে দেখা হল দোকান থেকে বিভিন্ন কারখানা কোনো শিশুকে শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছে না তো?
দাসপুরে চাঁদপুর,বেলতলা এলাকার ইঁটভাটা গুলির পাশাপাশি বেলতলা ও গৌরা বাজারের বিভিন্ন দোকানে হানা দেন দাসপুর পুলিশের ভারপ্রাপ্ত অভিসাররা। চাইল্ড লাইনের পক্ষে ঝর্না পোড়িয়া জানান,বছরের বিভিন্ন সময়ে চাইল্ড লাইনের তরফে এই অপারেশ আনন্দ এর নামে হানা দেওয়া হয় বিভিন্ন জায়গায়। দেখা হয় শিশুদেরকে কাজে লাগানো হচ্ছে কিনা।
অনেক সময়ই বিভিন্ন কলকারখানা বা দোকান মালিকে হাতে নাতে ধরা হয় এবং সেই শুধুকে উদ্ধার করে তার পড়াশোনার ব্যবস্থা করা হয়,পাশাপাশি ধৃতদের আইনের হাতে তুলে দেওয়া হয়। শিশুদের শ্রমিক হিসেবে কাজে লাগানো দণ্ডনীয় অপরাধ। যদিও আজকেই এই হানায় কেউ ধরা পড়েনি বলে জানাগেছে দাসপুর পুলিশের তরফে