সুইটি রায়👆স্থানীয় সংবাদ•ঘাটাল:•দ্রুত ভোটগণনা শেষ করতে ঘাটাল মহকুমার প্রত্যেকটি বিধানসভার প্রত্যেকটির জন্য ১৪টি করে টেবিল করা হচ্ছে। এই ১৪টি টেবিল হবে শুধুমাত্র ইভিএমের ভোট গণনার জন্য। তাছাড়াও প্রত্যেক বিধানসভার পোস্টাল ভোট গণনার জন্য আলাদা করে ছ’টি করে টেবিল করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বলেন, এক একটি বিধানসভার ইভিএম গণনার জন্য দু’টি করে রুম থাকবে। প্রত্যেক রুমে সাতটি করে টেবিল থাকবে। দু’টি রুমে ১৪টি টেবিল। এক-একটি বিধানসভার জন্য দু’টি রুমে এক রাউন্ডে ওই ১৪ টেবিলে মোট ১৪টি ইভিএমের ভোট গণনা করা হবে। এক-এক বারে দু’টি রুমের ১৪টি ইভিএম গণনা শেষ হলে সেটাকে এক রাউন্ড বলা হবে। পোস্টাল ব্যালটের জন্য প্রতি বিধানসভার জন্য মোট ছ’টি টেবিল হবে। ওই ছ’টির মধ্যে একটি টেবিলে ইটিপিবিএস(ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম) বাকি পাঁচটিতে পোস্টাল ব্যালট গণনা করা হবে।
২৩০-দাসপুর বিধানসভায় মূল বুথ রয়েছে ৩২৯টি এবং অতিরিক্ত ৭৯টি। এই ৪০৮টি বুথের জন্য রাউন্ড হবে ৩০টি। ২৯ রাউন্ড হবে ১৪টি করে বুথ নিয়ে। ৩০তম রাউন্ডটিতে মাত্র দু’টি বুথের ইভিএম গণনা করা হবে। একই ভাবে ২৩১-ঘাটাল বিধানসভা ৪০০টি(মূল বুথ ৩১৭ও অতিরিক্ত ৮৩) টি বুথের জন্য রাউন্ড হবে ২৯টি। প্রথমেরগুলিতে ১৪টি করে এবং শেষের রাউন্ডটিতে মাত্র আটটি বুথের গণনা হবে। ২৩২-চন্দ্রকোণা বিধানসভার ৪০৭টি(মূল ৩২১ও অতিরিক্ত ৮৬টি) মোট ৩০ রাউন্ড গণনা করা হবে। প্রথম ২৯টি রাউন্ড ১৪টি করে। শেষের রাউন্ডের জন্য থাকবে একটি ইভিএম। প্রত্যেক টেবিলের জন্য তিন জন করে সরকারি প্রতিনিধি থাকবেন। অন্য দিকে জালের বাইরে প্রত্যেক প্রার্থীর একজন করে প্রতিনিধি থাকতে পারবেন।
প্রত্যেক বিধানসভার পোস্টাল ব্যালট গণনার জন্য তিনটি আলাদা রুম থাকছে। প্রত্যেক বিধানসভা ব্যালট গণনা করার জন্য ছ’টি করে মোট ১৮টি টেবিল করা হচ্ছে।
ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্র্যায়াল) মেশিন সম্বন্ধে অনেকের কৌতূহল রয়েছে। অনেকের ধারনা ওই মেশিন ঠিকঠাক স্লিপ দেখায় না। তাই প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভিভিপ্যাট মেশিনের স্লিপগুলিও গণনার ব্যবস্থা থাকবে। প্রশাসন সূত্রে খবর প্রত্যেক বিধানসভা থেকে মাত্র পাঁচটি করে ভিভিপ্যাট মেশিনের স্লিপগুলি গণনা করা হবে। সেগুলি প্রার্থীদের প্রতিনিধিদের সামনেই লটারি করে প্রত্যেক বিধানসভা থেকে পাঁচটি করে বুথের মেশিন তুলে নেওয়া হবে। সংশ্লিষ্ট ভিভিপ্যাট মেশিনের স্লিপে কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছে তা সেই বুথের ইভিএমে প্রাপ্ত ভোটের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে।
প্রসঙ্গত এবার দাসপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ছিল দু’লক্ষ ৯৭হাজার ৮৪৯জন। তার মধ্যে ভোট দিয়েছেন দু’লক্ষ ২০ হাজার ৪৬৯জন। ব্যালটে ভোট দিয়েছেন দু’হাজার ৬৫৬জন।
ঘাটাল বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন দু’ লক্ষ ৭৯ হাজার ৬৬৬জন। এবার ভোট দিয়েছেন দু’লক্ষ ২৩ হাজার ২৫১ জন। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তিন হাজার ১৮ জন।
চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে দু’ লক্ষ ৭৯হাজার ৫৯১ জন ভোটারের মধ্যে ইভিএমে ভোট দিয়েছেন দু’লক্ষ ৪৭ হাজার ৯৪০ জন এবং ব্যালটে দু’ হাজার ১৮৯জন।
প্রথম রাউন্ডটি হতে ৩০ মিনিট সময় লাগলেও পরবর্তী এক একটি রাউন্ড ১৫ মিনিট করে সময় লাগবে। তাই বেলা ১টার মধ্যে কোন কেন্দ্রে কে জিততে পারেন তার একটা প্রবণতা জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।
ভোট গণনার নজরদারি করতে প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে আইএএস অবজার্ভার থাকবেন। দাসপুরের জন্য থাকবেন পুনিত কানসাল, ঘাটালের জন্য রামস্বরূপ ভার্মা এবং চন্দ্রকোণাতে থাকছেন অভদেশকুমার তেওয়ারি।
ভোট গণনার সময় কলেজের ভেতরে থাকবে সেন্ট্রাল ফোর্স। ব্যারিকেডের বাইরে স্টেট আর্মড ফোর্স আর বাইরের রাস্তাতে রাজ্য পুলিশ। ওইদিন কুশপাতা থেকে ব্রিজ পর্যন্ত ঘাটাল-মেচোগ্রাম রাস্তায় সমস্ত রকমের গাড়ি চলাচল বন্ধ থাকছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কলেজের পিছন দিকের রাস্তাও বন্ধ থাকবে। ব্রিজের পাশ দিয়ে বাঁধের রাস্তা দিয়ে গিয়ে অনুকূল আশ্রমের পরের রাস্তা দিয়ে কুশপাতা শীতলা মন্দির হয়ে কুশপাতা বাসস্টপে যাতায়াত করা যাবে।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন