নব পত্র নুতন কিশলয় প্রসূন- অলি গুঞ্জন,
হৃদয় যেন প্রস্ফুটিত পুষ্পের কানন।
প্রকৃতির মাঝে মানব- কীর্তি স্রষ্টার সৃষ্টি,
রাজনীতি হল আর এক কার্য মুখবাচ্যের দৃষ্টি।
খেলাটা বড়ই বৈচিত্র্যের দেশ হল গনতন্ত্র-
ভুরি ভুরি প্রতিশ্রুতির কথা এযেন পুরোহিত মন্ত্র!
‘ডেমোস’ হল গ্রীক শব্দ অর্থ যার জনগন ;
‘ক্রেটিয়া’ হল অপর গ্রীক সমার্থক হল শাসন।
অঙ্গরাজ্য আঠাশ, এ আমার ভারতবর্ষ।
প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি , কার্যকাল পাঁচটি বর্ষ।
পূর্ব দিকের রাজ্য হল আমার পশ্চিমবঙ্গ,
যার রয়েছে বর্তমানে তেইশটি জেলা যা এরই অঙ্গ ।
উত্তর থেকে দক্ষিণে এর বৈচিত্র্য অপরূপ-
রূপের ডালি প্রকৃতির কোলে রাজনীতি চলে খুব ।
এক দল পাল্টে অপর দলে , আয়ারাম – গয়ারাম-
এযেন অলির মতন ফুলে ফুলে উড়ে সুযোগের সন্ধান।
রাজা যায় রাজা আসে পাঁচটি বছর পাশে থাকে,
সত্যিকারের কার্য করে প্রতিশ্রুতিও বজায় রাখে ।
কখনও বা কথার দ্বারা দেয় যদি ফাঁকি।
সাধারন জনগন উত্তর দেয় ভোট দিয়ে, কেননা ছিল অনেক উন্নতি বাকি !
অনেক অনেক দল থাকে গনতন্ত্রে তাই;
সব কিছুর বিচারক সাধারন মানুষ, যারা সবুজে বাঁচতে চাই।
পরিবর্তন হয়েছে অনেক, ভালো উন্নত সমাজ
আরো উন্নততর হোক, উঠুক অপেক্ষারত আওয়াজ।
স্বার্থবিহীন রাজনীতি! অহিংসার পথে করুক তার কার্য।
দুর্নীতিহীন হয়ে উঠুক, মানসিক চিন্তাধারা হোক বিচার্য।
নব প্রজন্মের জন্য সুন্দরভাবে সজ্জিত হোক শ্যামল।
করুক আজি, প্রতিটি মানুষের মন আনন্দে ঝলমল।
স্রষ্টার সৃষ্টি হোক তাই উপকার্য সবার তরে-
রাজনীতি ভাবান্বিত কর্ম হোক গনতন্ত্রের বিষয়, পরিবর্তনের হাত ধরে।।