তৃপ্তি পাল কর্মকার:২৫০ বছরের প্রাচীন এক বটগাছ তলিয়ে গেল কেঠিয়া নদীরগর্ভে। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা ২ ব্লকের অন্তর্গত ভগবন্তপুর ১ ও ২ এর ধর্মপোতা ও খুড়শি গ্রামের সংযোগস্থলে। দুই গ্রামের সীমানা নির্ধারণ করত বটগাছটি। বটগাছ লাগোয়াই ৭-৮টি গ্রামের সার্বজনীন দুর্গাপুজো হত এবং এই গ্রামগুলির সার্বজনীন গাজন উৎসব হত। এই রকম প্রসিদ্ধ স্থানের বটগাছটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় প্রমাদ গুণছেন ওই এলাকার মানুষ। তাদের ধারণা বটগাছ লাগোয়া এই এলাকাটি এবার সম্পূর্ণ রূপে নদীর ভাঙনের কবলে পড়বে। তাই ওই এলাকার বাসিন্দারা চান সরকারী উদ্যোগে এই এলাকাটির ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। ♦গাছের ভিডিও⏯️
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
Home এই মুহূর্তে ব্রেকিং দুই শতাব্দী প্রাচীন বটবৃক্ষ তলিয়ে গেল নদীগর্ভে: ভাঙনের আশঙ্কায় প্রমাদ গুণছেন বাসিন্দারা