ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ৫ আগস্ট ২০২০

আজ সব মিলিয়ে ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন মোট: ১৪জন
[লালা রস নেওয়া হয়েছিল: ৩ আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ৫ আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল ❖মোট:৩ জন। ••ঘাটালের কুশপাতার দে পাড়ার একজন(পুরুষ/৩৭), কৈগেড়্যা(খানজাপুর জিপি) দোলই পাড়ার একজন(পুরুষ/৭৫) এবং সালামপুরের বেরা পাড়ার একজন(পুরুষ/৩৩)।
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র 😊ঘাটাল মহকুমার কেউ নেই।  
দাসপুর হাসপাতাল ❖মোট:৩ জন। ••দাসপুরের দাসপাড়ার একজন(পুরুষ/৩৫), দাসপুরের গোবিন্দপুরের মাজি পাড়ার একজন(মহিলা/৪৬) এবং ঘাটাল কোন্নগরের সাঁতরা পাড়ার একজন(পুরুষ/৫০)
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র ❖মোট:৩ জন। ••উদয়চকের জানা পাড়ার একজন(পুরুষ/৩৩), রাণীচকের বালা পাড়ার একজন(পুরুষ/৩৭) এবং সয়লার দুয়ারী পাড়ার একজন(পুরুষ/৭৫)।
চন্দ্রকোণা হাসপাতাল  ❖মোট:২ জন। ••চন্দ্রকোণার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার একজন(মহিলা/৪৫) এবং চৈতন্যপুরের প্রামাণিক পাড়ার একজন(পুরুষ/২৮)
মেদিনীপুর আয়ুস হাসপাতাল 😊ঘাটাল মহকুমার কেউ নেই।  
মেদিনীপুর মেডিক্যাল কলেজ 😊ঘাটাল মহকুমার কেউ নেই।  
শালবনী করোনা হাসপাতাল ❖মোট:৩ জন। ••ঘাটালের চন্দননগরের সাঁতরা পাড়ার একজন(পুরুষ/৩৭), ঘাটালের মূলগ্রামের খান পাড়ার একজন(পুরুষ/৪৫) এবং মনশুকার সাঁতরা পাড়ার একজন(পুরুষ/৩৫)[শালবনী হাসপাতালের রিপোর্টগুলো রিপিট টেস্ট। মানে, এদের প্রথমবার করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। তাই এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয় তিনি করোনা সংক্রমিত রয়েছেন কিনা। শালবনীর এই কয়েক জন রোগীর দ্বিতীয় বা তৃতীর বারের পরীক্ষাতেও পজিটিভ এসেছে।]
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!