‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে তৃণমূলের বিধায়ক শঙ্কর দোলই কী এমন ভুল করলেন?

নিজস্ব সংবাদদাতা:অনেকেই প্রশ্ন তুলেছেন, রাখি পূর্ণিমার দিনে ঘাটাল-চন্দ্রকোণা সড়কের রাণীর বাজারে বিজেপি কর্মীদের হাত থেকে রাখি পরার সময় ঘাটালের তৃণমূলের বিধায়ক শঙ্কর দোলই ‘জয় শ্রীরাম’ বলে কী এমন অপরাধ করেছেন? না, ‘জয়শ্রীরাম’ শব্দতে আমজনতার কোনও সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনও বিধায়ক তৃণমূলের প্রতিপক্ষ বিজেপির অনুষ্ঠানে হাজির হয়ে স্বতপ্রণোদিত ভঙ্গিতে জয়শ্রীরাম ধ্বনি আওড়ানোর জন্যই রাজনৈতিক মহল অবাক হয়ে গিয়েছেন। কারণ, গত বছর ৪ মে ঘাটাল-চন্দ্রকোণা সড়কের রাধাবল্লভপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে এক ব্যক্তি জয়শ্রীরাম বলায় মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে রেগে গিয়ে তেড়ে গিয়েছিলেন। সেটি বিষয়টি কয়েক মাস জুড়ে রাজ্যব্যাপী তোলপাড় হয়েছিল। বাম দিকের ফ্রেমে দেখে দিন ২০১৯ সালের ৪ মে চন্দ্রকোণার রাধাবল্লভপুরে জয়শ্রীরাম বলা নিয়ে কী ঘটে ছিল…। যদিও রাখি পূর্ণিমার দিনের ঘটানার প্রেক্ষিতে শঙ্করবাবু বলেন, আমি হিন্দু। রাম আমাদের দেবতা।তাই জয়শ্রীরাম বলে আমি কিছু ভুল করিনি। •বিধায়কের জয় শ্রীরামের বিতর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶️ এই লিঙ্কে ক্লিক করুন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!