ঘাটাল মহকুমার বেশ কয়েকটি এলাকাকে আজ থেকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হল। ওই সমস্ত জায়গায় আগের মতোই সমস্ত বিধি নিষেধ থাকবে। |
|
পুরসভা/ব্লক | এলাকা |
ঘাটাল পুরসভা | •কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ভারতী সিনেমা এবং ময়রাপুকুর মোড় হয়ে রথতলা ইলেকট্রিক অফিস। •৪নম্বর ওয়ার্ডের আলামগঞ্জ। •৫নম্বর ওয়ার্ডের গম্ভীর নগরের পাল পাড়া। •৮ নম্বর ওয়ার্ডের পাঁজা পাড়া। গায়েন পাড়া •১০ নম্বরের ওয়ার্ডের চক্রবর্তী পাড়া। •১৩ নম্বর ওয়ার্ডের জানা পাড়া •কুশপাতা বাসস্টপ থেকে ফাঁড়ি এবং কোর্ট হয়ে পোস্টঅফিস চক পর্যন্ত। •১৬ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া এবং কোন্নগরের দালাল পাড়া। |
ঘাটাল ব্লক | রথিপুর থেকে বরদাচৌকান হয়ে ঘোলসাই বাজার ভায়া জলসরা, রাধানগর ও কুঠিঘাট। • ইড়পালা: গায়েন পাড়া। দাসপাড়া।•অজবনগর: আদকপাড়া। শিবপুরের মণ্ডলপাড়া। •মোহনপুর: জিপির শ্যামপুরের পান পাড়া, মূলগ্রামের খাঁ পাড়া, মূল গ্রামের পশ্চিম পাড়া। •বীরসিংহ: দন্দিপুরের সাঁতরা পাড়া ও চন্দননগরের সাঁতরা পাড়া, রাধানগরের ঘোষ পাড়া। •সুলতানপুর: পালপাড়া। |
দাসপুর-১ ব্লক | •সরবেড়িয়া-১: তাতারপুর, কাদিলপুর। •সরবেড়িয়া-২: জগন্নাথবাটি। •বাসুদেবপুর: হরেকৃষ্ণপুরের বাজার, বৈকুণ্ঠপুর বাজার, বেলতলা বাজার, কল্মীজোড়, রাধাকান্তপুর, •দাসপুর-২: দাসপুর বাজার।। •নন্দনপুর-১: সেকেন্দারী বাজার, বালিতোড়া গ্রাম, গৌরা বাজার।•পাঁচবেড়িয়া:টালিভাটা বজার, উত্তর গোবিন্দগর। |
দাসপুর-২ ব্লক | •খানজাপুর: খানজাপুর। •বেনাই: ভুইয়াড়ার আদকপাড়া। •পলাশপাই: পলাশপাই গ্রামের বেশ কয়েকটি এলাকা। এবং জোৎকেশব। •গোছাতি: বেরাপাড়া এবং তাজপুর এমএসক চারিদিকে এবং গোছাতি গ্রামের বেশ কয়েকটি এলাকা। •দুধকোমরা গ্রামপঞ্চায়েতের কিছু অংশ। জুয়াখালির মল্লাপাড়া, রানার দোলই পাড়া•গৌরা:রামপুর হাইস্কুলের চারদিক। •সাহাচক: সাহাচক গ্রামপঞ্চায়েতের বেশ কিছু এলাকা। ভুতার দিন্দাপাড়া। |
চন্দ্রকোণা-১ ব্লক | •মনোহরপুর-১: খাঁপুর। |
চন্দ্রকোণা-২ ব্লক | •বসনছোড়া গ্রামপঞ্চায়েতের বেশ কিছু এলাকা। •কুয়াপুর গ্রামপঞ্চায়েতের বেশ কিছু এলাকা। |
খড়ারপুরসভা | •৮নম্বর ওয়ার্ডের প্রমাণিক পাড়া ও পাত্র পাড়া। •৯ নম্বর ওয়ার্ডের সাঁতরা পাড়া। দলপতিপুরের মোড় সহ বেশ কয়েকটি এলাকা। |
ক্ষীরপাই পুরসভা | নেই |
চন্দ্রকোণা পুরসভা | নেই |
রামজীবনপুর পুরসভা | নেই |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |