তৃপ্তি পাল কর্মকার: ২০০৭সালের আজকের দিনেই(২৬জুলাই ২০১৭) ঘাটাল ব্লকের প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে ঘাটাল পুরসভার একাংশ, ঘাটাল ব্লক এবং দাসপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। সেদিন ছিল বুধবার। ওই দিন রাত ৮টা ৪০ মিনিট নাগাদ ঘাটাল ব্লকের প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ প্রায় ১৫ মিটারের মতো ভেঙে যায়। পরে সেই হানাটি আরও বড় হয়। শিলাবতী নদীর জলে ঘাটাল ঘাটাল শহরের ১৩ থেকে ১৭ নম্বর ওয়ার্ড, ঘাটাল ব্লকের মনোহরপুর-১ এবং মনোহরপুর-২ গ্রামপঞ্চায়েত এবং দাসপুর-২ ব্লকের ৬টি গ্রামপঞ্চায়েত প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় এক লক্ষ ১০ হাজার মানুষ নতুন করে বন্যার মুখে পড়েন। প্রসঙ্গত, ঘাটাল ব্লকের দুটি গ্রামপঞ্চায়েত, ঘাটাল পুরসভার পাঁচটি ওয়ার্ড, দাসপুর-২ ব্লকের ছয়টি গ্রামপঞ্চায়েত এবং দাসপুর-১ ব্লকের পাঁচটি গ্রামপঞ্চায়েত এলাকা কংসাবতী নদী, শিলাবতী নদী, রূপনারায়ণ নদ এবং চন্দ্রেশ্বর খাল দিয়ে বেষ্টিত রয়েছে। ১৯৭৮ সালের পর ২০০৭ এবং তারপর ২০১৭ সালে ওই এলাকায় বন্যা হয়। ওই এলাকার মানুষজন বন্যার জন্য মানসিকভাবেপ্রস্তুত ছিলেন না। তাই রাতে বাঁধ ভাঙার খবর পেয়েই সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই বিভিন্ন গঞ্জের দোকানগুলিতে শুকনো খাবার, সব্জি এবং ত্রিপল কেনার জন্য ভিড় করেন। প্রায় সারা রাতই দোকানগুলি খোলা থাকে। হানা থেকে তীব্রগতিতে জল বের হওয়া ফলে রাতেই বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। এই ভিডিওটিতে ২০১৭ সালের বন্যার বেশ কিছু ছবি ধরা রয়েছে।